প্রথম পাতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

ত্রয়ী কবিতা – রাজীব চক্রবর্তী

রাজীব চক্রবর্তী

 

এক

নভেম্বর

 

ভাষা বৃক্ষের মতো গলিত ব্যর্থতারা

ঢলে পরে রোজ…. নিয়মিত,

কিভাবে প্রস্থান পথে মানুষের দল

তোমার -আমার কথা

আমাদের চিন্ময় স্বাধীনতা রুটি – জমি –

শান্তির সময় গেয়েছিল

অর্হৎগান…. যেভাবে

গানের কথা, সুর ধরে গেয়ে চলে যায়

বাস কিম্বা ট্রেনের হকার

 

সুর ও দৃশ্যের পটবদলের মতো,

ময়নাতদন্তের পরবর্তী অবাঞ্ছিত শান্তসময়

হাত তুলে পুড়ে যায়….. ক্রমাগত….

ছাঁই….. ওম…. আলো আর

 

আধপোড়া জ্বলন্ত অঙ্গার কিছু

আজো বেঁচে আছে এই

রুগ্নশতবর্ষ পর…..

 

দুই

নিশ্চিন্হ প্রেম ও প্রলয়ের ধাতু চিহ্ন

 

কোথায় রেখেছো তবে উচ্ছিন্ন মস্তক;

প্রাণবায়ু….. বিম্বসম মাথুর প্রত্যাশা?

নরম শরীর বুঝে দার্শনিক মাছি

হাত চিনে নিতে চায়

ফেলপরা জ্যোতিষের মতো

 

আমিও অন্ধ, তবু প্রলয় বীক্ষণ

কীলকঅক্ষরে আঁকা

মনসিজ স্মৃতি,কাঁচপোকা  জ্যোতির্ময়

 

সম আলো ফুঁটে আছে—

এইসব লৌহশৃঙ্খল থেকে জামরঙা

ফটকের পরপারে বহতা

বালির দেশে তবু

 

জেগে ওঠে কাকচক্ষু সজল

হৃদয়..

কৌস্তভ মনির মতো জ্বলে আছে

 

আমাদের জাদুবিশ্বাস;

মৃত্যুহীন অবিনাশী মহৎশিশুর

এই বিস্মিত চোখ

ভোরের তারার সাথে

 

পথ জেনে নেয়,

বুঝে নেয় নারীর বিলাস;

কথা থেকে সদ্যজাত

 

তরুণ প্রশ্রয় উড়ে আসে

চিনে রাখো,

চিনে রাখা ভালো তার সামবেদি

 

মলিন স্তব্ধতা…..

ব্রহ্মবীজে গাঢ় কোনো প্রাণ,

প্রাণের আশ্বাস বালিঘড়ি থেকে

 

স্কন্দকাটা ইশারারা

খুঁজে নেয় পথ

সফেদ প্যাগোডা সম,

 

মানুষের স্ফীত হিঙ্কার তুলে ধরে

মাথা ও শিশ্নরোম

যৌথযাপন থেকে জেগে উঠে

দুই জোড়া চোখ ডুবে যায়

আলোকিত সকালের নিকষ আলোয়….

 

 

আঁধার পর্ব

 

এই খোপ, আঁধার জৌলুস ভেঙে

মেরুদণ্ডের মত নক্ষত্রের দেশে

চলে যাওয়া ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে

উঠে গেলো সবেমাত্র গন্ধগোকুল…..

 

আমিও আঁধার হাতড়াই —

শূন্যতার ঘাড় চেপে ধরে

হলুদ ব্রথেল থেকে

ঝুরঝুরে মাটি নেব বলে

 

আদিম নখর সানাই…..

সূর্যাস্তের নামে চেনা যায় একমাত্র

এইসব প্রত্নতল্লাট…..

 

ইতিহাস লেখা হয়

শত শত নাম —

মারিচ হৃদয়; মাধুকরী, প্রেতযোনি সেই

কবেকার দ্রিদিম হৃদয়….

 

অতঃপর, মলমাসে দেবীপক্ষে নীরবেই

সময় কাটালে মৃত জ্যোৎস্না নিচে

অবিরাম পুড়ে চলে

যুবতীর চিতা…..

 

 

সোদপুর, 24 পরগনা(উত্তর)- পশ্চিমবঙ্গ,ভারত 

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]