কবিতাতীব্র প্রেমের কবিতা (১৮+)প্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দবিরহের কবিতাভালোবাসার কবিতাভালোবাসার ছন্দসম্পাদকের লেখাসর্বশেষ

দেহদানে মৃগমিলন

আশিক মাহমুদ রিয়াদ

ফুল পড়ে আছে, কাগুজে নগ্ন ফুল
সে আসে ধীরে, নিশ্চুপ পায়ে
ঝুম ঝুম নুপুর নাচে, দোলে চুলের খোপা
হাসে রোদ, বাতাসে ভাসে মিষ্টতা!

 

হৃষ্ট মেঘ, রোদ দুপুরে বাণ খেলায় মাতে,
আষাঢ়ে আকাশ, নিকশ কালো-
শ্রান্ত মেঘের নীলচুপ-ঘুমে!
তখনই আসে সে, অদৃষ্টের পরিহাসে।

ঘনিয়ে আসে বিশ্রি গন্ধ, চুপি চুপি পায়!
রোদ হারায়, দৃশ্যপট বদলায়!
শিকারির চোখে, লোলুপ শিকার
ওকালতি জমে কাঠগড়ায়।

জেল খানায় উত্তপ্ত কয়েদী নাচে,
গজান আসে, বাজে ঝঙ্কার ধ্বনী!.
দেউরিতে দাঁড়ায়ে, শ্রাবণের ফোঁটা
আড়ালে, জমে গুপচুপ-ঘষঘষি।
চুমুর জোয়ারে, মেঘ গলে..
ঈর্ষাপাতে হয় আজাদী!

চুমুর ঝুমুর নীল ডুমুর
বৃত্তে ভরাট, পরিণতি,
দগ্ধ সৃজে, দোহন দলে..
মৃগতৃষে হয় কৃষাণী!

আসে মেঘ, আকাশ হারায়
বাতাস হয় তালমাতাল,
ক্ষিধের মতলবে নাচে শশী
গড় মিলে অংকে বিহান বেলায়
ঋদ্ধ সপাট, ঘষামাজা, চষাচষি!

দেহদাণে হয় মিলন বিহান,
আড়ালে হাসে শশধর গীতান
তাও হাসে, বলি দানে!.
গোপন জবাবে, আড়ালে হারালে!
দেহদাণে মৃগমিলন!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]