কবিতাপ্রথম পাতাসর্বশেষ

ন্যাপথালিন

আশিক মাহমুদ রিয়াদ

নিঝুম রাতদপুর-
কোথাও কেউ কেউ ব্যস্ত নিশিযাপনে ..
ধোঁয়াটে ধীরতা লগ্ন বয়ে আসে নগ্নতার..
আমি তো বার বার আষাঢ় শেষে শরত চেয়েছিলাম..
হেমন্তের ডাকে শিশির ফোঁটার আহ্বানে!

যে শরতে মানসপটে একটি ধূসর চিঠি উড়ে আসে,
ওখানে যাওয়া বারণ, সেখানে বলা বারণ..
আমি মুখ টিপিটিপে হাসি, পদধূলির অভিশাপে!
অথবা ঝিম মেরে থাকি, ঝিলিম-ছিলিম রন্ধ্রে!

আমি তো সেই আষাঢ় মেঘের ফালি হতে চেয়েছি..
রিক্ততা আমায় জড়িয়েছে…
পুকুরঘাটের শ্যাওলা জড়ানো একখান
পুরনো শানে, ওপারে ঘনঘোর নিস্তব্ধতা..
পায়ের শেকল বন্দী হয়ে যায় পড়ে যাওয়ার শোকে..
তুমি কি আমায় পুড়তে চেয়েছো?
বিভিষিকার প্রয়াণে বিলীন অস্তিত্বের ক্রোধে!

আমি মুক্ত হতে চেয়েছি ঝিলিম সন্ধ্যায়..
বর্ষা আসবে বলে তুমি বারণ করেছো!
দিয়েছো ভাগ্যের দোহাই…অন্ধের মতো ঘরকুটুরে বসে রাখিয়েছো..
বুনো হয়ে যেতে দিয়েছো অপ্রাপ্তির হালখাতায়!

বিধাতা, আমি তো হতে চেয়েছিলাম বয়ে যাওয়া নদী!
কাশফুলের স্নিগ্ধতায় যে আবেগ শরতে মুড়ে থাকে..
আরও কত কি কলবাতাসের গান শোনাও আমায়!
স্থবির হই কাগুজে ফুলে মোড়া নীলাদ্রি ভাগ্যমেলায় !

যাকে মেলাও তাকে, জেতাও..
হেরে যাই বার বার আমি..
তুমিও কি জানো,
একখানা কাঁথা আছে আমার!
মা দিয়েছিলেন, বাড়ির ছাড়ার ক্ষাণিক আগে
ন্যাপথলি মোড়ানো..!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]