কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাসর্বশেষ

পরমালো

অরুণ সরকার

এক জোড়া শালিক
বৃষ্টিস্নাত দ্বিপ্রহরে জলাসিক্ত
মধুজীবনের বাসন্তি বাসনাক্ষন
নব্য বন্ধনখচিত জীবনের প্রথম পা ফেলা,
যৌবন ভোগে বিভোর, ভবিষ্যত স্বপ্ন প্রখর।

সময়ের ব্যবধানে বৃষ্টি নিঃশেষ,
যদিও রোদ্র নয় রুদ্র, লেগে আছে বর্ষাভাব
মধুক্ষন-বাসনা ম্লানের হাতছানি
জীবন সৌধ নির্মানে বাস্তবতার আভাস
ক্রমেই তপ্ত প্রখরতায় মধুক্ষন ¤্রয়িমান
এইবার শালিক দাম্পতির প্রারম্ভ জীবন সংগ্রাম।

সরে গেছে পশ্চিমে, নিয়তি যার যেখানে,
গোধুলী নেমেছে প্রকৃতিতে দিনান্তের শেষ প্রান্ত,
মধুক্ষনময়ী শালিকদ্বয় বাসন্তি বাসনা হারিয়ে
অনুভব গ্রীষ্মের উষ্ণতা, প্রশান্তি প্রত্যাশায়
গোধুলী অবসানে ব্যাস্ত,
প্রকৃতির সাথে হাতে হাত রেখে চলছে দেহযাত্রা।

অবশেষে দেখা, তারা-নন্দিত চন্দ্রিকা টিকা,
মুগ্ধতা, স্নিগ্ধতা, সংকীর্নতা হিসাবন্তে!
এক জোড়া চতূরচক্ষুর পলক বিহীন চেয়ে থাকা
ঐ নিরব রাতের বিস্তীর্ন আকাশ আলোয়
ফুটবে কি ভোর? জাগতিক দেহলীনে মিলবে কি পরমালো।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]