কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাভালবাসার কবিতাভালোবাসার কবিতারোমান্টিক কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

 প্রতীক্ষিত- জান্নাতুল ফেরদৌস 

সব কিছু ঠিক হবে এ আমার বিশ্বাস। আর ঠিক হয়ে গেলেই,আমি পাহাড়ে ছুটে যাবো।
সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য প্রান ভরে নিজের ভেতরে আহরণ করবো ।
আমি ছুটে যাব সমুদ্রের নোনা জলে ঢেউয়ের আছড়ে পরা লেপ্টে যাওয়া ভাবলেশহীন মনোভাব দেখতে।
নোনা বালুচরে আকিবুকি কেটে তোমার নাম লিখে সুখের অনিশ্চিত  খেলায় মেতে উঠবো।
আমি ছুটে যাব কোলাহলে,যেখানে সবাই ব্যস্ত আর উল্লাসে আত্নহারা হয়ে আছে।
যেখানে পাশাপাশি দুজনের ছোট্ট অনুভুতি গুলো মাখামাখি হয়ে আছে।
আমি ছুটে যাবো ঝুম বৃষ্টির শব্দে মাতোয়ারা হয়ে উল্লাসে মেতে উঠতে।
আমি প্রকৃতির নির্লিপ্ত তান্ডব দুচোখ ভরে দেখবো । কুড়িয়ে নেবো বছরের প্রথম শীল আর লেলুয়া বাতাসের রক্তিম আমেজ।
আমি ছুটে যাবো দারিদ্রে।অনাহারে ক্লিষ্ট মানুষের পথে প্রান্তরে নতুন জীবনের সূচনা করতে।
যেখানে নতুন করে   জীবনের সীমানা এঁকে দেয়া হয়।
আমি ছুটে যাবো নিত্যদিনের কর্মব্যস্ততায়।ব্যাস্ততম সড়কে দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি আর ছাইপাস দেখে অবাক হবো।
দীর্ঘক্ষনের অপেক্ষায় সেদিন আর বিরক্ত না হয়ে নতুন করে খুঁজে নেবো নিজেকে।
সব কিছু ঠিক হলে আমি মেঘ হবো।
ছুটে যাব অসীমে।
সব কিছু ঠিক হলে
সব কিছু ঠিক হলে।
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]