প্রযুক্তিনির্ভর সমাজ ব্যবস্থা: একটি পর্যালোচনা- বারিদ বরন গুপ্ত
বর্তমান সমাজ পুরোপুরি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে ।আমরা আজ যেদিকেই তাকাই না কেন সেই একই ছবি প্রযুক্তি ,কৃষি ক্ষেত্রে ,শিল্পে ,ব্যবসা-বাণিজ্যে, শিক্ষাপ্রতিষ্ঠানে, অফিস কাছারি এমনকি আমাদের হেঁসেল ঘরে ও আজ প্রযুক্তির আনাগোনা ,মানব জীবনের কল্যাণের বার্তা বয়ে আনছে প্রযুক্তি এ কথা বলার অপেক্ষা রাখেনা । প্রযুক্তি বর্তমান সমাজকে অনেক গতিশীল এবং ঊর্ধ্বমুখী করে তুলেছে। বর্তমানে প্রযুক্তি গোটা পৃথিবীকে একটা বৃত্তের মধ্যে এনে ফেলেছে এবং মানব জাতিকে এক সূত্রে গেঁথে ও ফেলেছে।
আধুনিক জীবনে প্রযুক্তির অবদান কে কোন মতেই অস্বীকার করার জায়গা নেই, বলতে গেলে আধুনিক জীবন পুরোটাই প্রযুক্তিনির্ভর ।প্রযুক্তি সমাজকে নানাভাবে পরিবর্তন করছে। প্রযুক্তি কিভাবে সমাজ জীবনকে পরিবর্তন করছে তা সমাজতাত্ত্বিক অগবার্ন ও নিমকফ তিনটি পৃথক পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করেছেন , তা হল বিকিরণ যা সমাজকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করে ,আর সমকেন্দ্রিকতা প্রতিক্রিয়া মা আমরা উন্নত সমাজ ব্যবস্থায় দেখতে পাই, চিত্রটি চক্রাকার যা পুনঃ পুনঃ মূলধন বিনিয়োগ এর মধ্য দিয়ে সমাজকে ঊর্ধ্বমুখী করে। অর্থাৎ সমাজ জীবন একটা নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে গতিশীল হচ্ছে।
প্রযুক্তিবিদ্যার প্রভাবে সমাজের কোন কোন দিক গুলি পরিবর্তিত হয়েছে বা হচ্ছে সেদিকে একটু আলোকপাত করা যেতে পারে, প্রযুক্তি কৃষি এবং শিল্পক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে, প্রযুক্তি সাবেকি সব ধ্যান ধারণা বদলে দিয়েছে। কৃষিক্ষেত্রে আজ উন্নত প্রযুক্তির সাহায্যে অর্থাৎ উন্নত সার বীজ কীটনাশক এর প্রয়োগও ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে ,আজ পৃথিবীর মানুষকে খাদ্যের অভাবে প্রাণ দিতে হয় না,বলতে গেলে কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটিয়ে সমাজজবনের ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে প্রযুক্তি। শুধু কৃষি নয় শিল্পই ক্ষেত্রেও প্রযুক্তি যুগান্তকারী পরিবর্তন এনেছে, যন্ত্র সভ্যতা বিকাশে মানুষের শ্রম এবং অর্থ সাশ্রয় হচ্ছে। কৃষি এবং শিল্পের মতো বাণিজ্য ক্ষেত্রেও আজকে প্রযুক্তির ব্যাপক প্রয়োগ ঘটছে , এক কথায় প্রযুক্তি বর্তমান সামাজিক, অর্থনৈতিক কাঠামোর এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মানুষকে পেশাভিত্তিক করে গড়ে তুলেছে, অর্থাৎ শ্রম বিভাজন সৃষ্টি করেছি এই প্রযুক্তি।
প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ সরল এবং ঊর্ধ্বমুখী করে তুলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের জীবনে স্বাচ্ছন্দ্যের বার্তা বয়ে এনেছে প্রযুক্তি ,কিন্তু সেইসঙ্গে মানসিক ও সংস্কৃতিক অবস্থানের পরিবর্তন ঘটিয়ছে এ প্রযুক্তি ।প্রযুক্তি সমাজকে কীভাবে চালিত করছে এই প্রসঙ্গে সমাজতাত্ত্বিক ফস্টার তাঁর ‘ ট্রাডিশনাল অফ কালচার এন্ড ইম্প্যাক্ট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ’ গ্রন্থে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি প্রযুক্তির মানসিক ও সামাজিক দিকের প্রতি আলোকপাত করে বলেছেন প্রযুক্তি উন্নয়ন বলতে শুধু জাগতিক উন্নয়নকে বোঝায় না ,এই সঙ্গে এর একটা সামাজিক সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক পদ্ধতি প্রক্রিয়া যুক্ত আছে, প্রযুক্তির দীর্ঘদিন প্রয়োগে মানুষের মনোজগতের পরিবর্তন ঘটে, সামাজিক সম্পর্ক গুলোকে আলগা করে দেয় এই প্রযুক্তি, তাছাড়া প্রযুক্তি প্রচলিত মূল্যবোধের ওপর চাপ সৃষ্টি করে , আগে সমাজে মূল্যবোধ জাগ্রত ছিল। প্রযুক্তি তাকে আঘাত প্রাপ্ত করেছে যার প্রভাব আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি মানুষ এখন একক সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে, আগে পিছে কে আছে সে দিকে তাকাবার সময় নেই ,চারিদিকে দুর্নীতির বাসা বাঁধছে ।সমাজে এখন ইঁদুর দৌড় শুরু হয়েছে । সমাজে প্রতিষ্ঠার পাওয়ার জন্য মানুষ অসদুপায় অবলম্বন করতে দ্বিধাবোধ করছে না, প্রযুক্তি সমাজে আরো কত কি উপাদানে পরিবর্তন করছে তা বলে শেষ করা যাবে না।
তথ্যপ্রযুক্তি আজকে আমাদের জীবনকে অনেক সহজ সরল করে তুলেছে একথ বলার কোনো অবকাশ নেই , কিন্তু এর অপব্যবহারের দিকটাও সমাজকে বড়ই প্রীত করছে। তথ্যপ্রযুক্তি আজ অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে দুষ্কৃতীরা নানান ভাবে বাবু অপরাধে জড়িয়ে পড়ছে, তথ্য চুরি ব্যাংক জালিয়াতি, এটিএম থেকে টাকা গায়েব,আরো কত কি! আজকাল খবরের কাগজ খুললেই এসব খবর চোখে পড়ছে,আর একটা কথা নতুন প্রজন্ম যেভাবে বর্তমান স্মার্ট ফোনে আসক্ত হয়ে পড়ছে তাতে সমাজ ভবিষ্যতে কোন পথে যাবে তা হয়তো ভবিষ্যতে বলবে ।তারা ও নানান অসামাজিক ক্রিয়াকর্মে জড়িয়ে পড়ছে, অন্ধকার জগতের নিশানা খুঁজছে,জ্ঞান অর্জনের পরিবর্তে বিনোদন অন্ধকার জগতে দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে।
আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা প্রতিটি পদক্ষেপে প্রযুক্তির প্রয়োগ লক্ষ্য করছি। বর্তমান মানুষের চলাফেরা, কাজকর্মে ,জীবনযাত্রায় প্রযুক্তি ছাড়া ভাবা যায় না ।প্রযুক্তি সাংস্কৃতিক জগতের যেমন পরিবর্তন ঘটাচ্ছে’ আবার সংস্কৃতি ও সমাজ জীবনের পরিবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। প্রযুক্তি সমাজকে আরো কত পরিবর্তন করবে তার জন্য আমাদের ভবিষ্যতের দিকে চেয়ে থাকতে হবে। প্রযুক্তি সমাজে পরিবর্তন আনবে এ কথা ঠিক কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে মে বাঁধা গুলি আসবে সেগুলোর দিকেও নজর দেওয়ার সময় এসে গেছে, কারণ আমরা জানি গতিশীল সমাজ প্রগতির বার্তা বয়ে আনলোও তার সাথে সাথে স্থিতিশীলতা ভঙ্গকারী উপাদান গুলিও এসে হাজির হয়।
ঠিকানা
গ্ৰাম সাহাপুর
পোঃ আসানপুর
থানাঃ মন্তেশ্বর
জেলা পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ
মোঃ ৭৯০৮১২৪৭৭৩
“””””””””””””””””””””””””””””” “