বঙ্গবন্ধু জাতির নেতা
সেকেন্দার আলি সেখ
বঙ্গবন্ধু জাতির নেতা সরিয়ে আঁধার জ্বালেন আলাে
জীবন দিয়ে শহীদ হয়ে ঘুচিয়ে গেছেন দেশের কালাে
বাংলাদেশের আকাশ জুড়ে সুরটা বাজে মুজিব নামে
অমর হয়ে, অভয় দিয়ে– আজও ছােটেন সকল ধামে।
তাঁর পিছনে মিছিল হাঁটে পেরিয়ে ঢাকা বাংলাদেশে
জাতির পিতার ইচ্ছাগুলাে স্বাধীন দেশে আজও ভাসে,
স্বাধীনতায় নিজের জীবন বিলিয়ে দিলেন শহীদ সেনা।
নদীর মাপে রক্ত দিয়ে— জান বিলিয়ে দেশকে কেনা।
বাংলাদেশ স্বাধীন করে মুজিবর রহমান — শহীদ বীর
পাক বাহিনীর রুখতে শােষণ করেনি নত নিজের শির
তাঁর ডাকেতে দেশের যুবা, প্রাণ দিয়েছে, — দেয়নি মান
স্বাধীনতার স্বাদ দিয়েছে — কবুল করে নিজের জান ।
দেশের বুকে সূর্য তেজে আঁধার ছুঁড়ে দিলেন ডাক
‘বাংলাদেশ হবেই স্বাধীন, —–বঙ্গবন্ধু দিলেন হাঁক
পাগল হয়ে বাংলাদেশ আঁধার কেটে আনলাে ভাের
সেই আলােতে বাংলা ভূমি খুলেই দিল স্বাধীন দোর।
বাংলা ভাষা তুললাে জোয়ার মাঠে-ঘাটে সব প্রাণে
দেশের মানুষ মায়ের ভাষার তুললাে দাবি সেই টানে
বাংলা ভাষার অমােঘ টানে স্বাধীন হলাে বাংলাদেশ
স্বাধীনতার সূর্য আলােয় উঠলাে হেসে মায়ের বেশ |
প্রিন্সিপাল,সুন্দরবন বি. এড. কলেজ
গােবিন্দপুর, দক্ষিণ 24পরগণা,কলকাতা।