বনফুল- ফারজানা ফেরদৌস
স্নান ঘরে যাচ্ছি যখন
পায়ের তলায় লুটিয়ে পড়ে
খুব চেনা নিমফুল ।
দেখতে মায়া হলো
কুড়িয়ে নিলাম যত্নে
আঁচল ভরে ভরে ।
সদা শুভ্রতায় ভরা
তার গা গুলো,
গন্ধে উচ্ছ্বলিত প্রেম
স্পর্শে শিহরণ !
একরাশ মুগ্ধতায়
বছর বছর কুড়ায়
সাঁজি ভরা নিমফুল ।
ঢাকা ।