প্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দরোমান্টিক কবিতাসর্বশেষ

বন্ধন

অনঞ্জন

পাখিটার পায়ে শিকল, ঝাপটায় ডানা আর্তিতে,
ঠোঁটে কামড়ায় খাঁচা রক্তাক্ত আকুলতায়
মুক্তির তীব্র ইচ্ছায়!

দিলাম খুলে খাঁচা, “যা পাখি,
যা উড়ে আকাশে আনন্দে, ওইযে জীবন!”
সে যে ভারী তৃপ্তি সেদিন, কাজ বটে করেছি একখানা।
দিন-কয়েক পর সকাল, পাখি নাম ধরে ডাকে!

“কেন ফিরে এলি তুই? ভাল লাগছেনা মুক্তি?”
“ভালোই তো,

এক আকাশ আলো, উড়ান দিই মেঘের দলে
আর স্বপ্ন দেখি উড়ব আরও,
দেখতে ইচ্ছে হল তোকে, তাই এলাম একটিবার;”
গেল সেদিন আকাশপানে, পাখি রোজই আসে জানালাপাশে,
দেখে আমায় উদাস-চোখে…

“কি রে পাখি, চাসটা কি তুই? কেন আসিস আকাশ ছেড়ে?”
পাখি বলে, “আকাশ দিলি, উড়তে দিলি, দুচোখ ভরা স্বপ্ন দিলি,
নতুন চোখে মুক্ত আলো স্বপন আনে, মন বসেনা আকাশে ওই
মুক্তি দিয়ে যে বাঁধলি রে তুই”।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]