বন্ধু
জান্নাতুল ফেরদৌস
বন্ধুত্ব আকাশে ডানা মেলে নির্ভাবনায় উড়ে বেড়ানোর মতো।
বন্ধুত্ব বেশামাল হয়ে লেপ্টে থাকার মতো।
বন্ধুত্ব আসলে বেহিসেবী হয়ে শত কাজের ভীড়েও আগলে রাখার মতো।
বন্ধুত্বের অনুভূতি গুলো মিশ্র প্রকৃতির।সহস্র অনুভূতির মিশেল। কখনো খরস্রোতা, কখনো দীপ্তিময়,কখনো নিড়াক পরা,কখনোবা নিশ্চুপ ভাষাহীন।
বন্ধুত্বে কখনো শব্দ থাকে না।বন্ধুত্বের আলাদা ভাষাবোধ থাকে।আত্মার একাকিত্বে যাকে ধারণ করে নিতে হয়।
বৈরী পরিস্থিতিতে যা শত আবেগের জানান দেয়।শত উৎসুকতার জন্ম দেয়।
বন্ধুত্বকে লালন করে যেতে হয়।পরিচর্যার দরুণ যার খোলশ প্রতিদিন উন্মোচিত হয়।
প্রতিদিন নতুন রঙে রাঙানো হলে তবেই দার্শনিকের মতো এর অন্তিম যাত্রার রসদ সংগ্রহ হয়।
বন্ধুত্ব সুন্দর,বন্ধুত্ব স্নিগ্ধ।
বন্ধুত্ব নতুনত্ব, বন্ধুত্ব সীমাহীন।
মগবাজার,ঢাকা।