কবিতাপ্রথম পাতাসর্বশেষ

ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না

অনঞ্জন

ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না ।
ইচ্ছে যদি না হয়, নাই বাসলে ভালো,
নাইবা কাছে এলে, তবু সেদিনের সেই
মুহূর্ত জুড়ে জুড়ে বাঁচা, খাঁটি অনুভূতি।
মুহূর্তগুলো অনুভূতি ভরা দে-উড়ান ছিল,
একটা সময় হৃদ-তরঙ্গ নিংড়ে সমর্পণ ছিল,
সময়গুলো তোমাকে পেরিয়ে আকাশ হয়ে গেছে,
পলাশ ফুল পাপড়ি মেলে আছে, গোটানো যাবে আর?
সুখদা ক্ষণিক থেকে ছিনিয়ে নিতে পারবে কি?
তোমার আদর, কান্না তোমার, স্তব্ধ আবেগ?
বড়জোর তুমি গোলাপকে করবে বৃথা,
সময় যে স্মৃতি, গ্রন্থিত অনুভূতি।
তাই আমি যখন কান্না-ভেজা স্মৃতিতে
সিক্ত আদর মাখি, মুহূর্তরা সার্থক।
রোমন্থনেই যাই ভিজে, কাঁদি, হাসি, আরও
কত পাগলামি, ভালোবাসি ভিজে স্মৃতি, তাই
কোনোকিছু আর রিক্ত করতে পারেনা,
ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না।

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]