ভাষা এক রজনীগন্ধা মায়ের মত
ভাষার জন্য একটি রাজপথ কাঁদছে
প্রতিবাদের জন্য বরকত কাঁদছে
আর মিছিলের জন্য অনেকগুলো গান স্যালুট অপেক্ষা করে আছে শহীদ তর্পনের জন্য
নীল রং কখনো বরফ হয়ে যায়নি
বিছানায় এখন খুব শীত পড়ে গেছে
দরজায় দরজায় রক্তমাখা হাতের ছাপ শুকিয়ে ক্রমশ বরফের চাঙর তৈরি করছে শহীদ মিনারে তলায়
মানুষগুলো ক্রমশ নিম্নবর্গীয় হয়ে শুয়ে আছে পদ্মার পাড়ে
মাথায় অভিশাপের কালো রঙের বিটুমিনাস ভাঙছে সাদা শব্দ আর ভাষা
হাতে থাকা রামধনু রঙের পতাকা নিয়ে অসীম দৈর্ঘ্যের মিছিলে হাঁটছে স্ফটিক পুরুষ
শুধুমাত্র একটি ভাষার অধিকারের জন্য মানুষ মারা যেতে পারে না
মাতৃদুগ্ধের মত এত স্বচ্ছ পূণ্যতোয়ায় এসে কতবার পরিযায়ী হয়ে গেছে সঙ্গম নেশা
মৃত্যু মিছিল বিজয়ের গান গায় বরাবর অনেক স্তবকের মাথায়
অনন্ত হাইফেন অথবা মাত্রাহীন স্বরবর্ণ ভাঙছে একুশে ফেব্রুয়ারি
রুইনান,সবং,পশ্চিম মেদিনীপুর,পঃবঃ,ভারত