মোহময় থাক রোদ্দুর
আমি যদি চলে যাই ফুল দিও শুধু রাশি রাশি,
কান্না নয়, কুন্দ আর কুমুদ, কাঞ্চন,
রজনীগন্ধা গোছা আলগোছে রেখে দিয়ো ঘরে৷
ছবিরও তো নেই প্রয়োজন,
অবারিত রেখো শুধু মনের দুয়ারে৷
আমি যদি নাও থাকি জানালার পর্দায়
বেঁধো না তো কিরণের পথ৷
চারাগাছে পুঁতে দিও হাত রাখা সবুজ শপথ৷
তুলে নিও আড় বাঁশি সেধে নিতে পুরাতন সুর৷
ফুলেল সুরের জালে মোহময় থাক রোদ্দুর৷