শরতের রাণী
সাজিয়া আফরিন
গোধূলি লগ্নে সোনারঙে ঝিলমিল
শিশির ভেজা শিউলি ঘাসের বুকে হাসে
আকাশে মেঘের ভেলায় শুভ্রতার ছোঁয়া
দু’ধারে কাশের বন খেলে লুকোচুরি
ক্ষণিকের অতিথি হয়ে আসে মেঘমালা
বিলে ঝিলে ঘোমটা মাথায় খুশিতে নৃত্যের ঢঙে
পদ্ম শাপলা শালুকের দল।
শরতের রাণীর মনে সুরের মূর্ছনা
পাগলা হাওয়ায় দোল খায় কৃষাণীর চুল
মিষ্টি সুবাস ছড়ায় কামিনী কেয়া জুঁই
মাঠভরা সোনা ধানে খেলে কতো ঢেউ।
প্রয়সীর হৃদয় কাড়া চেনা হাসির ভিড়ে
সবুজের স্বর্গপুরী ইশারাতে দেয় হাতছানি
দেবী দূর্গার আগমনে খুশির দোলা
জোছনার আলো মায়াবী রাত
আলোছায়ার খেলা স্বচ্ছ জলের বুকে
নীলাকাশে ঘুরে বেড়ায় সাদা বকের সারি
অবারিত মাঠের বুকে শালিক ময়না আর টিয়ে
মনের সুখে খেলে দোল।
চুপিচুপি বলে মনের কথা।
শরতের শুভ্রতায় নীল শাড়ি অঙ্গে জড়ায়।