কবিতাপ্রথম পাতাশরতের কবিতাশারদীয় দুর্গা পূজার কবিতাসর্বশেষ

শরৎ এলো

ফেরদৌসী খানম রীনা

শরৎ এলো প্রকৃতির মাঝে
যেন রানীর বেশে,
স্নিগ্ধ আবেশ ছড়ালো
সোনার বাংলাদেশে।

ভোর বেলা শিশির কণার
মুক্ত ঝড়ানো হাসি,
কি যে অপরূপ বাংলার
রূপ দেখতে ভালোবাসি।

মাঠে মাঠে কৃষাণের ফসল
তোলার হাসি আর গান,
পাকা ধানের রঙের শোভায়
পুলকিত কৃষাণীর প্রাণ।

চারিদিকে ফুল আর পাখি
নানান রূপের খেলা,
মুগ্ধতায় চেয়ে কেটে যায়
সকাল, সন্ধ্যা বেলা।

সবুজবাগ, ঢাকা।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]