কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাসর্বশেষ

শিমুল তলে দেখা

বিভীষণ মিত্র

হোক না কোন শিমুল তলে তোমার আমার দেখা,
বসন্ত ক্ষনে দুজনের পথ হলেও যদি বক্ররেখা।
ছোঁয়ে দেওয়ার নেশায় তোমার হাতের পরশ নেবো,
তোমার চুলের খোঁপায় রক্তিম পলাশ গুঁজে দেবো।
তোমার চোখের মায়ায় কৃষ্ণচূড়া ঝরে উঠোন জুড়ে,
তোমায় পাওয়ার বাসনায় রবির কিরণে চৈত্র পুড়ে।

তোমার প্রত্যাশায় চাতক পাখি বৃষ্টি খুঁজে গগনে,
কোকিল ডাকে মিষ্টি মধুর সুরে তোমার আগমনে।
বসন্তে এসো তুমি জীর্ণ শীর্ণ পাতা যখন যাবে ঝরে,
হলুদ খামের চিঠি হাতে বাসন্তী রঙের শাড়ি পরে।
আমি তোমার হাতের কাঁকন হয়ে জড়িয়ে রবো বলে,
এসো তুমি পথ ভুলে প্রেমের বাঁধনে শিমুল তলে।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]