শেষ চিঠি | আরিফুর রহমান রাজু
জানাটা কি খুব দরকার?
তবেই ভালো আছি।
শেষ বেলায় মায়া বাড়িয়ে আরও সুখ অনুভব করছো কি?
তবে বাড়াও।
ঠিক কতটুকু কষ্ট পেলে সুখের চাদরে মোড়াবে তুমি?
আমি ঠিক ততটাই কষ্টে ডুবে যেতে চাই
তোমার সুখ চাই, তোমাকে সুখী দেখতে চাই।
বেশ তো! খুশির ছায়ার রেশ তোমার মুখ আঁচড়ে দিয়েছে।
হাসিমুখে তোমাকে দেখতেও খারাপ লাগছে না,
আগে তো হাসিমুখে এতো সুন্দর লাগেনি।
লেগেছিলো কি কখনো?
তবে কি আমার চোখেই কলঙ্ক ছিলো!
নাকি একটু বেশিই ভালো আছো এখন?
হয়তোবা তাই!
আমাকে নিয়ে ভাবার কথা না
তবুও; ভেবো না, জানতেও চেয়ো না।
তুমি ভালো আছো তো?
ভালো থেকো।
হিসাববিজ্ঞান বিভাগ,ঢাকা কলেজ ।