শোক নয় শক্তি | জাতীয় শোক দিবসের কবিতা আবৃত্তি
আশিক মাহমুদ রিয়াদ
পঁচাত্তরের পনেরোই আগস্টে
একটি দগ্ধ প্রহর, করুণ সুর বয়ে গেছে বাতাসে,
বিন্দু বিন্দু জল..সকাল হতবিহ্বল, মেঘ ওড়ে আকাশে!
বত্রিশ নম্বরের বাড়িটা আজ বড্ড একা!
ভাঙা কলমে লাল রঙা রক্তে লেখা হয়েছে একটি ইতিহাস,
সন্ধ্যায় মরে গেছে শারদ রাগ ,বেজেছে সেতারে করুণ সুর!
হিমালয় পেরিয়ে, সমুদ্র হারিয়ে!
দুই কন্যা কাঁদে, হারানোর বেদনায়!
সেদিনের পরে জ্যোৎস্না এসেছে কত,
ফুঁটেছে ডালিম, জবা, রজনীগন্ধা!
কন্যাশ্রী, পিতার দুয়ারে আজও দাঁড়ায়ে,
স্মরণে সেই আধাঁর রাতের কালো পান্ডুলিপি!
জাতি পিছিয়ে গেলো এক শতাব্দি,
বাঙলা হলো, নিরুপায়, কত শাসক-এলো!
কত এলো রাষ্ট্রপ্রধাণ, তিনি আর এলেন না।
স্বৈরচার কালরাক্ষসের গর্জনে শোনা গেলো না তার নামটাও!
ওরা কত নির্মম, বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ছোট্ট রাসেলকেও!
কি! কি! কি! নির্মমভাবে…না বুঁক কেঁপে ওঠে।
ওরা পশু নয়, জানোয়ার, নির্লিপ্ত রক্তসুখের পিশাচ!
ওরা কি জানতো না? বঙ্গবন্ধু না থাকলে পিছিয়ে পড়বে দেশ!
তিলে তিলে হবে নিঃশেষ!
ওরা চেয়েছিলো শোসক হতে,
চিবিয়ে খাবে নিরাপরাধীদের..
রাক্ষসের মতো বিভৎস স্লোগানে মাতবে রাজপথ!
আহ! আমার দেশ..এই ভুখন্ড।
কোথায় বঙ্গবন্ধু, কোথায় বাংলাদেশের প্রাণ?
পিতা যেমন! চেয়েছিলেন। তাহলে কি?
ঘুচে যাবে সেই খোয়াব?
আসবে না পরিবর্তনের জোয়ার?
মানুষ মরবে, না খেয়ে?
শোক নয় শক্তি,
স্বদেশে পা রাখলেন কন্যাশ্রী..
স্বপ্ন যে করতে হবে পূরণ..
কত বাঁধা পদে পদে..
কত পরিকল্পনা, পিতার মত তাকেও?
সেই আগস্টেই এলো ঝাপটা,
গ্রেন্ডের গন্ধে পুরলো রাজপথ,
গড়ালো রক্তের স্রোত, এবার পনেরো নয় একুশে আগষ্ট।
এত বড় সাহস! গোটা বাংলা সামলায় তাকে।
তিনি বোঝেন মাতৃক্রোড় হারানোর বেদনা,
তিনি জানেন,কত বেদনা নির্মমতায়!
তিনি সাহস, তিনি শক্তি..ঘোচালেন বেদনার বিভক্তি!
বদলেছে স্বদেশ, শোক হোক শক্তি।
জল-বাতাসের কলোরব,
ফসলী মাঠের শিসধ্বনী..
আকাশের মেঘের গর্জনে ফাইটার জেটের ক্রোধ!
আকাশ ছাড়িয়ে মহাকাশে, বঙ্গবন্ধুর নাম!
সমুদ্রতলে অতন্দ্র পাহাড়ায়, সাব-মেরিন।
গোটা দেশে কত আশা, উন্নয়ন আশার ধ্বনী!
সারা বিশ্বে আজ বাজে বাংলার শান্তির ধ্বনী।
বাংলাদেশ এখন পিতার স্বপ্নের বাস্তব,
রাখতে পারেনি কেউ দাবিয়ে,
করতে পারেনি পরাস্ত, বিশ্বের সামনে আজ
মাথা উচু করে বাঁচি, নতুন কবিতায় সাজি।
গেয়ে যাই আজ জয়ধ্বনীর বাণ,
মুজিব তোমার স্বপ্নের সোনার বাংলায়
আজ কণ্যাশ্রী সাজায়, নতুন দিনের গান।
বঙ্গবন্ধু চিরঞ্জীব, জয় বাংলার জয়!
বদলেছে স্বদেশ, বদলাচ্ছে স্বদেশ
শোক নয় শক্তি, শোক হোক শক্তি!