শ্রী রাজীব দত্তের সম্পাদনায় ভৌতিক সংকলন “প্রেতাত্মা”
শ্রী রাজীব দত্তের সম্পাদনায় সৃষ্টি বই মহল প্রকাশনার তত্ত্বাবধানে সম্পূর্ণ একটি ভৌতিক সংকলন প্রকাশ হচ্ছে “প্রেতাত্মা” সংকলন, এই সংকলন তরুণ তরুণী লেখক লেখিকার নানান ভূত-প্রেত ও অলৌকিক ঘটনার বিবরণ একত্রিত করে একটি রহস্যময় ভৌতিক সংকলন তৈরি হয়েছে। বইটি কলকাতা বইমেলার ৫০৪ নম্বর স্টল থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাবে কলেজস্ট্রিটে ও flipkart এর মাধ্যমে। বইটির মূল্য ১২০ টাকা মাত্র। নতুন লেখক লেখিকাদের সৃষ্টি মধ্যে ভৌতিক সংকলন আপনার সংগ্রহের মধ্যে রাখতে চাইলে এই বইটি অন্যতম।