প্রথম পাতাসর্বশেষ

সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সম্প্রতি সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছে নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। সারোগেসি নিয়ে সন্তান জন্মদানের তর্ক-বিতর্কের শেষ নেই। শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, সারোগেসি নিয়ে তর্ক-বিতর্ক চলে সমগ্র বিশ্বে। সম্প্রতি সারোগেসির মাধ্যমে প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাসের সন্তান জন্মদানের ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। এছাড়াও বছর তিনেক আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক কারান জোহার। এছাড়াও বলিউডের বাঘাবাঘা তারকরা সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন৷ তাদের মধ্যে আমির খান, শাহারুখ খান,সানি লিওনি উল্লেখযোগ্য। কিন্তু এই সারোগেসি ব্যপারটা আসলে কি?  দেখুন এবং জানুন নিচের ভিডিও থেকে ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]