সারোগেসি : ব্যাপারটা আসলে কি?
সম্প্রতি সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছে নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। সারোগেসি নিয়ে সন্তান জন্মদানের তর্ক-বিতর্কের শেষ নেই। শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, সারোগেসি নিয়ে তর্ক-বিতর্ক চলে সমগ্র বিশ্বে। সম্প্রতি সারোগেসির মাধ্যমে প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাসের সন্তান জন্মদানের ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। এছাড়াও বছর তিনেক আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক কারান জোহার। এছাড়াও বলিউডের বাঘাবাঘা তারকরা সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন৷ তাদের মধ্যে আমির খান, শাহারুখ খান,সানি লিওনি উল্লেখযোগ্য। কিন্তু এই সারোগেসি ব্যপারটা আসলে কি? দেখুন এবং জানুন নিচের ভিডিও থেকে ।