কবিতাকষ্টের কবিতাপ্রথম পাতাশরতের কবিতাসর্বশেষ

সূর্যাস্তের ছবি

কার্ত্তিক মণ্ডল
রাতের তারাদের স্বপ্ন ভাঙার আর্তনাদ শুনি
গাছে পাতায় জড়ানো জোনাকির বাসর ঘর ,
কি মনোমুগ্ধকর আলোক সজ্জা
লতায় ঘেরা পথ উঁকি দেয় খাদের পাড়ে ।

পথের কি দোষ বলো!জোৎস্না হারা খাঁ খাঁ দিগন্ত
হাজারো পাখির কলতানে ঢাকা
জুঁই ফুল কথা কয় ।

মায়ের কোলে কে না সুখে থাকে !
চাঁদ মামা টিপ
নদীর জলোচ্ছাসের মতো স্নেহ মমতা,
মৃত্যুতে ও যেন সুখ
শ্মশান এত আগুন খায় তবুও লোভ ।

ললাট চুম্বনে এঁকে যায় সূর্যাস্তের ছবি
রামধনুর সাতটি রঙ
শরতের দোলনচাঁপা আর গ্রীষ্মের কৃষ্ণচূড়া হয়ে।

পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]