সেই ছেলেটি
সুবর্ণা চক্রবর্তী
কোথায় গেল সেই ছেলেটি
হাসতো সারাবেলা,
লেখাপড়ায় খুবই ভালো
খেলতো ভালো খেলা।
স্বপ্ন দেখতো বড় হয়ে ক্রিকেটার সে হবে,
দেশ ও দশের সেবার কাজে নিযুক্ত ও রবে।
হঠাৎ ছেলের পরিবর্তন মায়ের চোখে পড়ে,
খারাপ সঙ্গে মিশে এখন মাদক সেবন করে।
ধীরে ধীরে নিভলো বাতি নেশার ছোবল খেয়ে,
ধুলিস্যাৎ হয় সকল স্বপ্ন অশ্রু ঝরে বেয়ে।
হাসে না আর সেই ছেলেটি তেমন আগের মতো,
একটি ভুলে কেড়ে নিলো স্বপ্ন ছিল যতো।