প্রথম পাতাসর্বশেষ

হুমায়ুন আহমেদের সেরা পাঁচটি চলচ্চিত্র

হুমায়ুন আহমেদ!

স্বাধীনতা পরবর্তী সময়ে, অন্যতম শ্রেষ্ঠ লেখকদের একজন।  বাংলা সাহিত্যে তার ছিলো অসামান্য অবদান। যার কলমে সৃষ্টি হয়েছে অন্যন্যসাধারণ সব লেখা । তার লেখার মোহনীয়তা, আকৃষ্ট করেছেন সাহিত্যপ্রিয় বহু পাঠককে।তিনি বেঁচে আছেন বাঙালি পাঠকের হৃদয়ে।  বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ কথাসাহিত্যের পাশাপাশি চলচ্চিত্রে দেখিয়েছেন সমান মুন্সিয়ানা। মাত্র আটটি সিনেমা নির্মাণ করলেও, সিনেমাগুলো মন কুড়িয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার সিনেমাপ্রেমী মানুষদের। ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ সিনেমা পরিচালনার মাধ্যমে শুরু হয় এই বিখ্যাত কথাসাহিত্যিকের সিনেমা জগতে পদচারণা। তার নির্মাণ করা চলচ্চিত্রগুলো সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ গ্রহণ যোগ্যতা লাভ করে। জননন্দিত ঔপন্যাসিক ও নাট্যকার হুমায়ুন আহমেদ তখন সৃষ্টিশীল লেখার মাধ্যমে পাঠক প্রিয়তার সর্বচ্চো শিখরে, তার বইয়ের জন্য পাঠক ও প্রকাশকরা অধীর আগ্রহে অপেক্ষা করতো। সিনেমা বানানোর ব্যাপারটি  হুমায়ূন আহমেদকে ঘিরে ধরলো।  তিনি সিদ্ধান্ত , তিনি সিনেমা নির্মাণ করবেন।  এরপর যে ভাবা সেই কাজ । শুরু করে দিলেন প্রথম সিনেমা বানানোর উদ্যোগ। কিন্তু সিনেমা বানাতে তো প্রচুর অর্থের প্রয়োজন হয়? এদিকে মাথার মধ্যে  সিনেমা বানানোর বিষয়টি  বেশ গভীরভাবে ঘিরে ধরলো তাকে, রাতে ঘুম ঘুমাতে পারতেন না।  কোথায় পাবেন এত টাকা? এ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন। 

নিচের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি হুমায়ূন আহমেদের চলচ্চিত্র সম্পর্কে নিচের ভিডিওটি দেখার আহ্বান জানাই 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]