হেমন্তিকা
অনঞ্জন
হেমন্ত টের পেতে গেলে একটু বিষণ্ণ হতে হয়
স্নিগ্ধ বিষণ্ণতা তোমার চোখ ছুঁয়ে আকাশ-পিদিম,
মায়াময় প্রতিশব্দহীন আকাশে একা তাপস
বসে থাকেন অগ্রহায়ণের ক্ষত বুকে নিয়ে-
তাঁর একাকীত্ব দেখে ঈশ্বর বলে ভ্রম হয়;
এরকমই এক রাতে অন্ধকার আকাশ থেকে
একটুকরো কাজল নিয়ে তাতে অশ্রু ঢেলে দেখি-
দীপান্বিতায় রক্ত এককণা!