কবিতাপ্রথম পাতাসর্বশেষ

হেমন্তের নৈবেদ্য

মহীতোষ গায়েন

শরতে বেড়ে ওঠা আউশ-আমন হেমন্তের মাঠে মাঠে,  পরিপক্ক সোনালী ফসল খামারে তোলে স্বপ্ন-কৃষক… মহাজন হাঁক পাড়ে,এক আনার সাথে ছুঁড়ে দেয় পোড়া রুটি,নবান্নের নৈবেদ্যে এবার মহাজন ‘কাকবলী’ হোক।

মেলাতলা মাঠে ঘাটে ফোটে শিউলি,কামিনী,হিমঝুরি, বাউল গানের মেলায় খৈ,মোয়ার পসরা,শখের চুড়ি,মন দেওয়া নেওয়ার কালবেলা শুরু,হৈমন্তীর খোঁপায় শিউলি গুঁজে দেয় কলেজ পড়ুয়া কৃষক তরুণ,উৎসব রন্ধ্রে রন্ধ্রে।

নতুন চালের উৎসব নবান্ন এসে যায়,ফিরনি-পায়েশ বিতরণ হবে,’কাকবলী’ নৈবেদ্যে আত্মার পরিতৃপ্তি হবে, এই বাংলায় আসুক সুখের পরশ,অতীতের বারোমাস্যা  প্রাণ পাক,লোভ,লালসা,হিংসা যাক হেমন্তের নৈবেদ্যে।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]