কবিতাপ্রথম পাতাসর্বশেষ

হেমন্তের মায়া

নিশিকান্ত রায়

শিশিরের ফুলে কান্নার শব্দ লেগে থাকে
রাতের পোশাকেও আলোর সেলাই
বিশাল বাজারে কেউ নেই
ঘুরেফিরে কায়ায় মোড়ানো এক অনন্তের মায়া।

ঝানু সূর্যটাকে ব্যাগ নিয়ে যেতে হয় না কোথাও
রোজই রান্না হয় গভীর ক্রন্দন
পাথর দু’ চোখ দিয়ে শিশিরের শব্দ ঝরে
ধানের দেহের রঙে শালিকেরা প্রেমে পড়ে যায়।

সারাদিন ব্যপ্ত করে
একাকী রোদ হয়ে শুয়ে থাকে মাঠের শরীরে
নদী থেকে উঠে যায় ছায়া
ব্যস্ত মানুষেরাও ফেরি করে ফিরে আসে ঘরে
কিছুই না থাক
তবুও জোয়ারের মতো বেঁচে থাকে কিছু মায়া।

পাকা ধান হয়ে বেঁচে থাক সবগুলো ভুল
মায়াবী নোলক থেকে শিশিরের প্রাথমিক পাঠ
গোলাঘর থেকে নিজেকে খুলে নিয়ে
নবান্ন লিখে যাই, হয়ে যাই দিগন্তের হাট।

থানাপাড়া, লালমনিরহাট। 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]