প্রথম পাতাসর্বশেষ

হেমন্তের সকাল

প্রিয় রহমান আতাউর

ভোরের কুয়াশায় আচ্ছন্ন গ্রাম
সোনালী ধানক্ষেতের আল ধরে হেঁটে যাই আমি
বাবুই পাখিদের দেখি
ওদের কিচিরমিচির শব্দ কানে আসে
কোথাও বা কাকতাড়ুয়া, দু’একটি ফিঙ্গে পাখি
শালিকেরা ডানা মেলে দল বেঁধে।

ওই যে হাবুদের আখক্ষেত, অদূরে শঠিবন
তারই ঝোপে শেয়াল ঘুমায়,
আমাদের সবজি ক্ষেতে পুষ্ট হয় মূলা –
লালশাক, ফুলকপি, বরবটি
আরও কত কী!

এই সবুজ ছেড়ে মন কি যেতে চায় শহরে!
দূষিত বায়ু আর ঘিঞ্জির এই শহরে
পারি কি নিতে নির্মল নিশ্বাস?
এখানে আকাশ নীল
শহুরে আকাশ বড় ফ্যাকাশে লাগে আমার!

সর্ষে ফুটেছে কেবল
হলুদের সমারোহে দিগন্ত হাসে
মৌ পিয়াসী নীল ভ্রমর উড়ে এসে বসে
গুন গুন গান গায়
হলুদ আর নীল রঙে ভালোবাসা হয়!

আমার শব্দগুলো এলোমেলো হয়ে যায়
কবিতায় নেই আমার ধন্বন্তরি হাত;
পারিনি হতে কোনো শিল্পীও-
ফ্রিদা কাহলো বা অমৃতা শের গিলের মত
যদি ছবি আঁকা যেতো- এই হেমন্ত সকালের;
মন্দ হতোনা মোটেও।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]