কবিতাপ্রথম পাতাসর্বশেষ

হৈমন্তিকা

অশোক কুমার পাইক

হেমন্তেরই পরশ আজি লাগলো বুঝি গায়ে
প্রকৃতিটা জাগলো হেসে রঙিন রাঙা পায়ে,
শিউলি ফুলের গন্ধে ভরে ধরার ধুলার পরে
ঘাসের মাথায় শিশির বিন্দু টপটপিয়ে ঝরে l

শরতেরই কাশফুলেতে শিশির নুইয়ে দিয়ে
হেমন্তেরই আগমন যে দারুণ শোভা নিয়ে,
দুধেল জোৎস্না সকাল ফুটে নিশি অবসানে
নতুন পাতা গজায় গাছে ঋতু পাখির গানে l

সৌন্দর্য আর মনোরমে গাছগাছালি জাগে
ছাতিম ফুলের গন্ধ যেন নাকে সবার লাগে,
কামিনী কাঞ্চন গন্ধরাজে ফুটে কানন জুড়ে
হৈমন্তিকার দারুণ শোভা মনটি যাবে ঘুরে l

আমলকী ও চালতা ঝুলে থাকে বৃক্ষ শাখে,
কামরাঙা ও ডালিম ফলে গাছে ভরে থাকে ;
এমন সোনার বাংলা তুমি বল কোথায় পাবে,
ষড়ঋতুর আসল ঋতু ফেলে কোথায় যাবে ?

মাঠের পাকা ধান যে কাটা এই হেমন্তে হবে
চাষীর ঘরে ফসল বানে সবাই খুশি রবে,
নতুন চালের পিঠাপুলি করবে বাংলা জুড়ে
হৈমন্তিকার রূপের ডালি যায় যে মাথা ঘুরে l

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]