সাকিব হোসেন নাঈম এর কবিতা

সাকিব হোসেন নাঈম এর কবিতা

সাকিব হোসেন নাঈম

তাফালবাড়ি ময়দানে একবার
মাহফিল হইতে চলিল।
খাদেম সাহেব বারেক মিয়াকে
চান্দা তুলিতে বলিল।
বারেক, সে যে অতিশয় বুড়ো
হৃদরোগ আছে তার।
এপর্যন্ত সে হার্ট এটাক করেছে
তিন তিনটি বার।

দুটি থলে এক বস্তা নিয়া
চলিল বুড়ো সাথে দুজন নিয়া।
এ বাড়ি ও বাড়ি মাগিলো যে ভিখ
মাহফিলের বায়না দিয়া।
কেউ দিল চাল বুলেট আবার
কেউ দিল চাল মোটা,
কেউ দিল তারে পান খাইতে
কেউবা দিল খোটা।
গ্রামের পিচ রাস্তা দিয়া
তাহারা হাটিয়া যায়।
দু ‘ চার পেয়ালা করিতে করিতে
থালেটা ভরিছে প্রায়।
সামনে পরিল নামি-দামি সেই
ফকির বাড়ির দ্বার।
ভাবিল বুড়ো,এ বাড়ি গেলে
পাইব অনেক চান্দা।
সম্মানী সব লোকেরাতো হায়
এ বাড়িরই বাসিন্দা।
করিম মাষ্টার জাকির ফকির
মোশাররফ ডাক্তার,
তিন ঘরে গেলেই থলে ভরিবে
সন্দেহ নাই তার।
প্রথম ঘরে; ডাক্তারবাবু
আছেন নাকি ঘরে?
কে ওখানে? দেখা যায়
ঐ ঘরের খুঁটিটা নড়ে।
আমরা মাগো মাহফিলের ভিখ
মাগিতে আসিয়াছি।
দয়া করে মাগো চান্দা হিসেবে
দেও কিছু দেকিনি।
ঘর হইতে বের হইয়া আসিল
মোটাসোটা একটা কে!
শুনিল বুড়ো সে যে ডাক্তারবাবু
মোশাররফের মেয়ে।
আসিয়া বলিল, চাল নাই ঘরে
রাধিব কি জানিনা।
কহিল বুড়ো, তবে ভাত কি
আপনারা খান না?
ভুটকিটা বলে, আসিছে ভিক্ষা
করিতে আবার চটাং চটাং কথা ব্যাটা বেয়াদব।
বুড়ো মনে মনে কয়,
কি ভিখ মাগিতে আসিয়াছি খোদা কটু কথা শুনিতে হয়।
বাবার বয়সি বুড়োকে যে মেয়ে
বেয়াদব বলিতে পারে।
তার মতো বেয়াদব এ জগতে
কি আর দুইটা হইতে পারে?

.

সুবিদপুর, নলছিটি, ঝালকাঠি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বইমেলার বই: মায়াবী ফাঁদ

বইমেলার বই: মায়াবী ফাঁদ

কবি’র নাম : গোলাম কবির ঠিকানা : ১৭/১৮, তাজমহল রোড, ব্লক – সি, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭। মোবাইল # ০১৭১৫৮৮৫৩৬৫ প্রাসঙ্গিক তথ্য : এই কাব্যগ্রন্থটি ...
একটি দীর্ঘ কবিতা

একটি দীর্ঘ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার আচ্ছা!জীবনের মানে কি? জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত- কিসের আশায় বড় হয়ে ওঠা? টাকার জন্যে? হয়তো! টাকায় তো কতো কি না হয়! ...
The Ultimate Guide to Stock Market

The Ultimate Guide to Stock Market

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
এবার শুধুই নাম হোক

এবার শুধুই নাম হোক

এবার শুধুই নাম হোক   মাথার ভিতরে কিছু শব্দ বসে গেছে চুলমুঠি ধরেও কোনো কাজ হচ্ছে কই! শব্দগুলো যেমন ছিল, তেমনই আছে শব্দ শুনেই মাথা ...
বই পর্যালোচনা- আগুনের পরশমণি- হুমায়ূন আহমেদ

বই পর্যালোচনা- আগুনের পরশমণি- হুমায়ূন আহমেদ

বইঃ আগুনের পরশমণি লেখকঃ হুমায়ূন আহমেদ বইয়ের ধরনঃ উপন্যাস প্রকাশনীঃ হাতেখড়ি প্রকাশকঃ মো: আবু মুসা সরকার প্রচ্ছদ ও অলংকরণঃ সমর মজুমদার পৃষ্ঠাঃ ৮৪ মুদ্রিত মূল্যঃ ৭০ টাকা ...
দ্য ক্যান্টারবেরি টেলস

দ্য ক্যান্টারবেরি টেলস

আবির ইসলাম ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত কেন্ট কাউন্টির(বিভাগ) একটি ঐতিহ্যবাহী শহর ক্যান্টারবেরি। শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ইংরেজি সাহিত্যের জনক হিসেবে খ্যাত মধ্যযুগীয় লেখক ...