আজ মন খারাপের দিন
ঝুম বৃষ্টি আমেজী এক ক্ষণ ,
তবুও মন খারাপ !
বিষাদে ভরা ছিন্নভিন্ন মনের তার ।
আজ মন খারাপের দিন
লোক দেখানো কাজ
হচ্ছে দিন- রাত ,
মনের মধ্যে ঢাকা থাকে
সাত সমুদ্র সাজ !
আজ সত্যিই,
মন খারাপের দিন ।
দেখছি মানুষ শুনছি সব
ভাবছি তখন——-
মানুষ গুলো ধুঁকে ধুঁকে
কেমন করে যাচ্ছে মরে
সুখ ছাড়া , একটুখানি সুখ ছাড়া ।