সাদা রংয়ের স্বপ্ন

সাদা রংয়ের স্বপ্ন

আশিক মাহমুদ রিয়াদ 

ঘুমে চোখ পিটপিট করছে। বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছি। কলেজ নেই! বন্ধুদের সাথে আড্ডা নেই,ক্লাস নেই, দৌড়ঝাপ নেই। সব যেন হঠাৎ করেই সাদা পৃষ্ঠা হয়ে গেল। যেখানে কি লিখব সেটাই জানি না। শুধু সাদা পৃষ্ঠার পাতা উল্টাই।এক ঘেয়ে দিন যাপনকে মাঝেমধ্যে অসহ্য লাগে। তবুও এভাবেই চলতে হবে। ফেসবুকের টাইমলাইন ঘুরি! উপন্যাসের পাতায় চোখ বোলাই এতেই দিন কাটে।চোখে ঘুম জমিয়ে রাখি। মফস্বলে বড় হয়েছি। এখানেই কাটছে করোনাকালের এই দিবস-রজনী। দিন-রাতকে যেন সব এক মনে হয়। কিচ্ছু ঠিক নেই। মাঝেমধ্যে বুক ভারী হয়ে ওঠে। লম্বা দীর্ঘশ্বাস নেই।স্বস্তি পাই না। কোথায় যেন বিষাদ জমে আছে।
দুই হাজার বিশ সাল কে একটি দিন ভাবলে ভুল হবে না। এটি একটি দূঃস্বপ্নের দিন।

গতবছর ডিসেম্বরের দিকে শুনলাম চিনের উহান শহরে কোভিড-১৯ নামে একটি ভাইরাস প্রানঘাতী হয়ে ছড়িয়ে পড়েছে। উহান শহর লকডাউন করা হয়েছে৷ মানুষ মারা যাচ্ছে। তখন ভাবতাম আমরা বোধয় ভালোই আছি। কিন্তু মাস কয়েকের ব্যবধানে গোটা বিশ্বে করোনা ভাইরাস থাবা বসালো। ফেব্রুয়ারীতে ছাদে উঠে আকাশ দেখতাম।বরিশাল শহরটা আলো ঝকঝকে। মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। শিরশিরে ঠান্ডা বাতাস। কল্পনারা মাথায় উকি দিতো। আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতাম,আকাশটা কত বিশাল। মানুষের মন এরকম বিশাল হতে পারে না? মানুষের স্বপ্ন.. বিশাল হতে পারে না? একটা মানুষ কতটুকু স্বপ্ন দেখে? প্রতিটি মানুষের স্বপ্ন আর আশা কি আকাশের মতো বিশাল? বিস্তৃত, অসীম?

ফজরের নামাজ পড়ে বাড়ির সামনের রাস্তায় পায়চারি করি। বেশ স্নিগ্ধ একটি সময়। ছোট রাস্তাটা ধরে কিছুদূর হাটলেই মহাসড়ক। খুলনা-বরিশাল হাইওয়ে। রাস্তা তখন বেশ ফাকা থাকে। আকাশ থেকে ঝুপ করে নামে বৃষ্টি। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে বাসায় ফিরি। সামনের মাঠটায় কেউ ফুটবল খেলে না এখন। বর্ষাকালের এই সময়ে মানুষজন ফুটবল নিয়ে মেতে থাকতো।হৈ-হুল্লোড়, গোল,চেঁচামিচি,মাইকের শব্দ। এখন তাও নেই। সব কেমন নিশ্চুপ, মাঠে পাখিদের বিচরণ। দু একটা গরু-ছাগল ঘাস খায়।
দুটো শালিক মাঠে জমে থাকা পানিতে স্নান করে। কি মধুর দৃশ্য! তাও ভালো। ওদের স্নান করা দেখি। আরো একটি শালিক হাজির হয়েছে। আনমনে ভাবি,ওদের স্নান করা লুকিয়ে লুকিয়ে দেখা কি উচিত হচ্ছে? কে জানে! চোখ ঘুরিয়ে নেই।

জানলার গ্রীলে দুটো পিপড়া মুখোমুখি! কথা বলছে?পিপড়াদের কথা যদি শোনা যেত। কি নিয়ে আলোচনা করছে ওরা? চিন-ভারত সীমান্তের কথা? কে জানে! আকাশ থেকে ঝুপ করে বৃষ্টি নামে। আষাঢ় মাস! অবিরত বারিধারা ঝরতে থাকে। এই সময় করোনা ভাইরাসের এমন প্রকোপ না থাকলে নিঃসন্দেহে কচিকাচা কিশোরেরা মাঠে ফুটবল খেলতো।
ফুটবল খেলে কাঁদামাখা শরীর নিয়ে ঝাপ দিতো নদী অথবা আশেপাশের কোন পুকুরে। আমার শৈশব কেঁটেছে দারুণ মধুর! বর্ষাকাল ছিলো আমাদের ফুটবলের খেলার প্রিয় সময়। কেউ মেসি! তো কেউ রোনালদো। রাতে আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকায়। কখনো কখনো চাঁদ দেখা যায় না। মেঘে ঢাকা থাকে আকাশ। ঝুপ করে বৃষ্টি নামে। ব্যলকনিতে গিয়ে বৃষ্টি দেখি। হাত বাড়িয়ে ছুঁই!

বর্ষাকালের এই সময়টা আমার দারুণ প্রিয়। বিশেষ করে টিনের চালে বৃষ্টির ঝমঝম আওয়াজ। এখন আম-কাঠালের মৌসুম। সেদিন আমাদের গাছের একটি মিষ্টি আম খেয়েছি। খেয়ে বুঝেছি নিজেদের গাছের আম আর বাজারের ফর্মালিন দেওয়া আমার মধ্যে তফাত।
সেই আমের সাথে আরো কয়েকটি আমের আটি পুতে রেখেছি মাটিতে। প্রতিদিন সকালে গিয়ে দেখি। কোন আমগাছের চাড়া বের হলো কিনা। অপেক্ষায় থাকি! এই বর্ষায় আমগাছের চারা মাটি ভেদ করে বেরুবে! সেই আম গাছের চারা রোপন করব বাড়ির আশেপাশে।

রাত হলে আকাশে জোৎস্না দেখি! কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে থাকি। হেডফোনে বাজে মিনার রহমানের গান-
সাদা রঙের স্বপ্ন গুলো দিলো নাকো ছুটি,
তাই তো আমি বসে একা!

.

.

লেখা-১৫ জুলাই’২০২০

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
গল্প - হারু মাস্টার

গল্প – হারু মাস্টার

আরিফ জামান -“ওওও…হারু মাস্টের, যাও কই?” . অন্যমনষ্ক হয়ে হেঁটে যাচ্ছিলেন হারুন সাহেব।। অনিচ্ছাসত্ত্বেও অত্যন্ত বিরক্ত হয়ে ঘুরে তাকালেন রাস্তার পাশের চায়ের দোকানের দিকে। তাকানোর ...
বিষাক্ত জীবন

বিষাক্ত জীবন

সাফিকুল আলাম   আমি ইবাদাতে হয়েছি গাফেল, কষ্টগুলো আজি বিষাক্ত। বিষ পান করে নিলেঔ হয়তো, বিষ হজম করে আমি বেঁচে যাবো।   আমি নিজেই গুনাহগার। ...
গল্প-চোর

গল্প-চোর

আশরাফ  উল আলম শিকদার সারাদিন ঘরে বসে বসে আতঙ্কে দিনাতিপাতের চাইতে অনেক ভালো  ছেলে মেয়ে আর বউকে নিয়ে বসে লুডো খেলে। গুটি খাওয়ার উত্তেজনা আর ...
ভালোবাসি বাবা [ কবিতা ]

ভালোবাসি বাবা [ কবিতা ]

তানভীর আহমেদ তপু হয়নি বলা কিছু কথা বাবা, হয়নি বলা ভালোবাসি। বাবা তুমি মানুষ নও! তুমি আমার জীবন ডায়েরির পাতায় রটানো অসংখ্য ভালোবাসায় জড়ানো মহান ...
বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে

শ্যামল বণিক অঞ্জন   বৃষ্টি পড়ে শহর জুড়ে গ্রাম জনপদ কাছে দূরে। বৃষ্টি পড়ে গাছের শাখায় সিক্ত পাখির রঙিন পাখায়। বৃষ্টি পড়ে নদী মাঠে খাল ...
এ নরকের শহর তোমার

এ নরকের শহর তোমার

আশিক মাহমুদ রিয়াদ তুমি কি শুনতে পাও? দূর আকাশে মেঘের গর্জন তুমি কি শুনতে পাওয়া সাঁঝবাতিতে আমার বিস্মোরণ তুমি কি জানতে পারো? কতটা যন্ত্রণায় আমি ...