কবিতাপ্রথম পাতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

সাপ্তাহিক স্রোত – সংখ্যা-১৯

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ হলো ছাইলিপির সাপ্তাহিক সংখ্যা সাপ্তাহিক স্রোত । স্বল্প সময়ে অনেক লেখা পেয়েছে স্রোতের এই ১৯ তম সংখ্যাটি।  আমাদের একটু আধটু পরিশ্রমও করতে হয়েছে। সংখ্যাটি আজ শুক্রবার প্রকাশ হওয়ার কথা ছিলো, নিয়ম মেনে আজই প্রকাশ হলো। অনেকেই কাল রাত একটার পরে লেখা পাঠিয়েছিলেন। আমরা তাও প্রকাশ করেছি।  সাপ্তাহিক স্রোতের এবারের সংখ্যাটি সর্বমোট ১৩ পাতায় প্রকাশ হলো। তবে এরপরে বিশেষ সংখ্যা ছাড়া ২টি পাতায় প্রকাশ হবে। করোনার প্রকোপের পর নিঃসন্দেহে ব্যস্ততা বেড়েছে সবার । ছাইলিপির সম্পাদকও এর ব্যতিক্রম নন। তাই আপাতত বিশেষ কোন সংখ্যা ছাড়া পাতা সংখ্যা বাড়ানো বেশ সময়ের ব্যাপার। আপাতত কাঁচা ফরম্যাটে প্রকাশ হলো সাপ্তাহিক স্রোত। কোন ভুল পরিলক্ষিত হলে সেটির স্ক্রিণশট নিয়ে ছাইলিপির ফেসবুক আইডির মেসেজে প্রদান করার অনুরোধ করা হলো।

ফেসবুক আইডির লিংক- https://www.facebook.com/chailipiofficial21

পিডিএফ ডাউনলোড করুন

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]