সাপ্তাহিক স্রোত – সংখ্যা-১৯
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ হলো ছাইলিপির সাপ্তাহিক সংখ্যা সাপ্তাহিক স্রোত । স্বল্প সময়ে অনেক লেখা পেয়েছে স্রোতের এই ১৯ তম সংখ্যাটি। আমাদের একটু আধটু পরিশ্রমও করতে হয়েছে। সংখ্যাটি আজ শুক্রবার প্রকাশ হওয়ার কথা ছিলো, নিয়ম মেনে আজই প্রকাশ হলো। অনেকেই কাল রাত একটার পরে লেখা পাঠিয়েছিলেন। আমরা তাও প্রকাশ করেছি। সাপ্তাহিক স্রোতের এবারের সংখ্যাটি সর্বমোট ১৩ পাতায় প্রকাশ হলো। তবে এরপরে বিশেষ সংখ্যা ছাড়া ২টি পাতায় প্রকাশ হবে। করোনার প্রকোপের পর নিঃসন্দেহে ব্যস্ততা বেড়েছে সবার । ছাইলিপির সম্পাদকও এর ব্যতিক্রম নন। তাই আপাতত বিশেষ কোন সংখ্যা ছাড়া পাতা সংখ্যা বাড়ানো বেশ সময়ের ব্যাপার। আপাতত কাঁচা ফরম্যাটে প্রকাশ হলো সাপ্তাহিক স্রোত। কোন ভুল পরিলক্ষিত হলে সেটির স্ক্রিণশট নিয়ে ছাইলিপির ফেসবুক আইডির মেসেজে প্রদান করার অনুরোধ করা হলো।
ফেসবুক আইডির লিংক- https://www.facebook.com/chailipiofficial21
পিডিএফ ডাউনলোড করুন