আবার
ধরো বছর কুড়ি পরে-
আবার যদি আমাদের দেখা হয়
মুখোমুখি,কোন পালতোলা নৌকায়
যদি দেখা হয় শরতের শুভ্র কাশ বনে
তখন কি তুমি মুখ লুকিয়ে নিবে গোপনে!
ধরো বছর কুড়ি পরে-
আবার যদি ঢেউ ভাঙে এসে পায়
সাগরের নীল ছোঁয়ায় ছোঁয়ায়
যদি দেখা হয় তখন রাতের কোন জোছনায়
সঙ্গে পা বাড়াবে কি জলে ভেজা বালুকায়!
ধরো বছর কুড়ি পরে-
আমরা আর আমরা নই,আমরা তখন অন্য দুটি কেউ
একই সাগর একই আকাশ ঠিক,শুধু-মনের কোণে অন্য রকম ঢেউ।