সিদ্ধার্থ সিংহের দুটি কবিতা

সিদ্ধার্থ সিংহের দুটি কবিতা

সিদ্ধার্থ সিংহ

কুয়াশা

সানন্দায় সে বার প্রচ্ছদ কাহিনি ঠিক হয়েছিল—চুম্বন।
দেবশ্রী রায়কে জিজ্ঞাসা করেছিলাম—
আপনি প্রথম চুমু খেয়েছিলেন কাকে?
তিনি বলেছিলেন, আমার প্রথম চুমু খাওয়ার ব্যাপারটা ঘটেছিল
একগাদা লোকলস্কর, কার্টার, ফোকাস আর ক্যামেরার সামনে
‘থার্টি সিক্স চৌরঙ্গী লেন’-এ।
নানা পাটেকর বলেছিলেন—
প্রথম কাকে খেয়েছি মনে নেই, তবে শেষটা মনে আছে, শুনবেন?
শেষটা শুনে আমি কী করব!
আমাকে তো লিখতে হবে প্রথম চুম্বন নিয়ে।
তার পর এই একই প্রশ্ন মজা করে ছুড়ে দিয়েছিলাম রতিকে
আমার সঙ্গে লেপটে হাঁটতে হাঁটতে ও বলেছিল—
দু’ঠোঁটে গাঢ় লিপস্টিক ঘষে আমার প্রথম চুম্বন
একটা সাদা পাতার মাঝখানে,
জানালা দিয়ে আমি সেটা উড়িয়ে দিয়েছিলাম
যে একদিন আমার হবে, তার জন্য
তুমি পাওনি?
সে বার সানন্দায় একগাদা কুয়াশা ছাপা হয়েছিল।
.
.
.

আমার লোক

দুর্গতদের ত্রাণের মালপত্র মাঝপথে বেচে দিলেও
ছাড় পেয়ে যাবেন
যদি আমার লোক হন।
যদি আমার লোক হন
দেড় বছরেই দ্বিগুণ টোপ দিয়ে
জনগণের কাছ থেকে
তুলুন না যত খুশি টাকা।
ফাঁকা বাড়ি পেয়ে দিনে-দুপুরে দল বেঁধে ঢুকে
মা এবং মেয়েকে একই খাটে…
হাতেনাতে ধরা পড়লেও
অত ভয় পাওয়ার কিছু নেই
যদি আমার লোক হন।
খুন-টুন, রাহাজানি, আর্মস নিয়ে ঘোরা
কিংবা জমি দখল, তোলাবাজি, অপহরণ
যা ইচ্ছে করুন
চিন্তার কিছু নেই
যদি আমার লোক হন।
আর আমার লোক হতে গেলে?
না না, শুধু ভোট দিলেই হবে না
শুধু মিছিলে হাঁটলেই হবে না
শুধু আমার তালে তাল মেলালেই হবে না।
ও সব তো সবাই করে,
আমার লোক হতে গেলে
যা লুঠ করবেন, তার অন্তত এইট্টি পার্সেন্ট
আমাকে দেবেন, ব্যস।
তা হলেই আপনি আমার লোক
আমার লোক
এবং আমার লোক…

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
রাতের আঁধারে

রাতের আঁধারে

জোবায়ের রাজু লোপার আজকাল মনে হয় সে তার জীবনের একমাত্র শেষ আশ্রয়টুকু হারাতে বসেছে। জীবনের প্রতি আজ তার বড়ই বিতৃষ্ণা। কিন্তু এমনটি প্রত্যাশা সে কখনোই ...
প্রাচীন যৌন খেলনার ইতিহাস। যা সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে

প্রাচীন যৌন খেলনার ইতিহাস। যা সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে

সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমার নাম- কাঠবিড়ালি পরিচালক- নিয়ামুল মুক্তা শ্রেষ্ঠাংশে–অর্চিতা স্পর্শিয়া,আসাদুজ্জামান আবীর ,সাইদ জামান শাওন  ,শিল্পী সরকার অপু , একে আজাদ সেতু ,শাহরিয়ার ফেরদৌস সজীব,হিন্দোল রায়,তানজিনা রহমান তাসনিম ...
ক্রান্তিকাল

ক্রান্তিকাল

কাজী আশিক ইমরান দেখেনি কেউ অপরাহ্ন,আহ! কতোদিন থেমে ছিল মৃদু পরিমল। শান বাঁধানো খোলা ডাস্টবিন আবর্জনা নয়, লাশের স্তুপ চেয়েছিলো। ক্রিং ক্রিং হর্নে জেগে উঠা ...
সূর্যাস্তের ছবি

সূর্যাস্তের ছবি

কার্ত্তিক মণ্ডল রাতের তারাদের স্বপ্ন ভাঙার আর্তনাদ শুনি গাছে পাতায় জড়ানো জোনাকির বাসর ঘর , কি মনোমুগ্ধকর আলোক সজ্জা লতায় ঘেরা পথ উঁকি দেয় খাদের ...