সিনেমা পর্যালোচনা- “বেলাশেষে”

সিনেমা পর্যালোচনা- "বেলাশেষে"

সিনেমা- বেলাশেষে ।

পরিচালক-নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়

শ্রেষ্ঠাংশে- সৌমিত্র চ্যাটার্জি ,স্বাতীলেখা সেনগুপ্ত ,ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা অধ্যায়, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত, সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী,   প্রমুখ ।

সিনেমা পর্যালোচনা লিখেছেন- হুমায়রা বিনতে শাহরিয়ার

 

“বেলাশেষে”- নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত একটি বাংলা পারিবারিক ধরনের  চলচ্চিত্র।প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতীলেখা সেনগুপ্ত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই যুগল সর্বশেষ তিন দশক আগে সত্যজিৎ রায়ের প্রতীকী চলচ্চিত্র ‘ঘরে বাইরে’ তে দেখা গিয়েছিল। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন – ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা অধ্যায়, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত, সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনিন্দ্য চ্যাটার্জী, সুজয় প্রসাদ চ্যাটার্জী, বরুণ চন্দ এবং সোহাগ সেন। বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় মুখ এমন অনেক অভিনেতাকে এনে দেওয়া প্রযোজনা দলের পক্ষে ছিল এক বিশাল কীর্তি। অভিনেতারা নিজেরাই তাদের ভূমিকার প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করেছেন এবং চলচ্চিত্রটিকে এই দশকের সবচেয়ে হিট এবং সবচেয়ে স্মরণীয় ছবি করেছেন।

                   সিনেমা পর্যালোচনা-

 ছবিটি কলকাতা ও শান্তিনিকেতন দুটিতেই শুটিং হয়েছিল।প্রকৃতপক্ষে, শান্তিনিকেতনের যে ঘরটি, যেখানে ছবিটির শুটিং হয়েছে, এখন একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে এবং এটি ‘বেলাশেষের বাড়ি’ নামে পরিচিত। 

 বেলাশেষে – পঞ্চাশতম বিবাহ বার্ষিকী উদযাপনের দ্বারপ্রান্তে এমন এক দম্পতির বিচ্ছেদের গল্প। ‘বেলাশেষে’ এমন একটি সম্পর্কের কাহিনী – যা বিবাহিত জীবনের জটিলতা, আজীবন সহচরতা, প্রতিশ্রুতি, প্রত্যাশা এবং ভালোবাসার আসল অর্থ অনুসন্ধান করে। 

  বর্তমানে ‘বেলাশেষে’-র অধিকার গুলি বহুজাতিক মিডিয়া সংস্থা ভায়াকমের কাছে রয়েছে।কাজল চক্রবর্তী রচিত ও সোহিনী সেনগুপ্ত পরিচালিত ‘বেলাশেষে কোলাহল’ নামে একটি নাটক দেখার পরে , পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি এই ছবিটি করার অনুপ্রেরণা পেয়েছিলেন।

  প্রধান বিচারপতি অসীম চ্যাটার্জী, ‘পুরী বিচারক’ নামে খ্যাত, প্রবাসী দম্পতির পুরীতে প্রেরণ করে বৈবাহিক বিরোধের সমাধান করতেন। তিনি এই ছবিটি তৈরিতে পরিচালক যুগলকে অনুপ্রাণিত করেছেন। প্রখ্যাত অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি শুরু থেকেই লিপি আইনি পরিভাষায় সহায়তা করেছিলেন।

সিনেমা পর্যালোচনা-

 ৭৫ বছর বয়সী বিশ্বনাথ মজুমদার এক প্রকাশনা ব্যবসায় ছিলেন। তাঁর স্ত্রী আরতি ৬৬ বছর বয়সী ছিলেন এবং ৪৯ বছর বয়স তাদের বিবাহের।তারা চারটি সন্তানের আশীর্বাদ পেয়েছিলেন – বড় ছেলে, তারপর আরও তিনটি কন্যা রয়েছে, এরা সকলেই বিবাহিত। বেশিরভাগ দম্পতির মতো, বিশ্বনাথ এবং আরতি একে অপরের কৌতুক এবং ফোবিলের সাথে সামঞ্জস্য করেছিলেন এবং একটি সুসংগত জীবন যাপন করেছিলেন। প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত সাহিত্যপ্রেমী বিশ্বনাথ মজুমদার দুর্গা উৎসব উপলক্ষে ছেলে, ছেলের বউ, তিন  মেয়ে এবং তিন জামাইকে এক জায়গায় জড়ো করেন৷সকলে ভাবে উনি বোধহয় তার সম্পত্তির উইল পড়ে শোনাবেন৷ কিন্তু বিশ্বনাথবাবু সবাইকে অবাক করে দিয়ে জানান, ৪৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চান তিনি৷ স্ত্রী আরতির সঙ্গে বিবাহ-বিচ্ছেদের জন্য যাবতীয় আইনি ব্যবস্থা তিনি ইতোমধ্যেই সেরে ফেলেছেন৷ দু’জনের দাম্পত্য জীবনে কোনও বিবাদ নেই৷ কোনও অপূর্ণতাও নেই৷ তবে এত বছর পরে বিবাহবিচ্ছেদ কেন? বাচ্চারা যতই চেষ্টা করেছিল তবুও তারা এই বিষয়টি সম্পর্কে তাদের বাবার কাছ থেকে কোনো তথ্যই প্রকাশ করতে পারেনি। অপরদিকে তাদের মা তালাকের খবরটা শুনে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পরে, সে খবরটাকে মিথ্যে বলে মনে করেন। তার মনে হচ্ছিল মজুমদার বাবু মজা করছে,এমনকি সে তার স্বামীকে বলেও বসেন যে – আমি জানি যে, “এসবই মিথ্যে; ওরা (সন্তান) বিশ্বাস করেছে যে আমরা আলাদা হচ্ছি হাহাহা।”  বিশ্বনাথবাবু বললেন – “এটা সত্য, আমরা সত্যি সত্যিই তালাক নিচ্ছি, আলাদা হচ্ছি।”  আকাশ ভেঙ্গে পড়ল যেনো আরতি দেবীর ওপর ! 

সিনেমা পর্যালোচনা-

 

 বেলাশেষের শুটিং হিউমুলাস কাস্ট দিয়ে ১৭ দিনের মধ্যে শেষ হয়েছিল। ছবিতে মোট ২১ জন অভিনেতা অভিনয় করেছেন। পুরো কাস্ট এবং ক্রু এক ঘনিষ্ঠ পরিবারের মতো শান্তিনিকেতনে অবস্থান করেছিলেন এবং এক সপ্তাহের মধ্যে শুটিং শেষ করেছিলেন। কলকাতায় ছবিটির শুটিং হয়েছে দক্ষিণ কলকাতায়, দুটি আলাদা বাড়িতে। প্রকৃতপক্ষে, তাদের একটি শুটিং শেষ হওয়ার পর পর ই ভেঙে ফেলা হয়েছিল, যেহেতু একটি অ্যাপার্টমেন্টের বিল্ডিং পুনর্নির্মাণের জন্য বাড়িটি ছেড়ে দেওয়া হয়েছিল এবং ‘বেলাশেষে’ সেই স্থানে নির্মিত প্রথম এবং শেষ ছবিতে পরিণত হয়েছিল।

         ছবিতে প্রদর্শিত মেলাটি ২.৫ ঘন্টার মধ্যে এবং সীমাবদ্ধ বাজেটে ৭৫০০ টাকা তৈরি করা হয়েছিল। পুরো দৃশ্যের শুটিং করা হয়েছিল একটি অকপট ফ্যাশনে এবং অভিনেতারা এই সিকোয়েন্সটিকে স্মরণীয় করে রাখার জন্য তাৎপর্যপূর্ণ অভিনয় দিয়েছেন। স্বাতীলেখা সেনগুপ্তের কন্যা সোহিনী সেনগুপ্ত, ‘বেলাশেষে কোলাহোল’ এর পরিচালকও ছবিতে এক গুরুত্বপূর্ণ অভিনয় করেছিলেন।

   ছবিটি মুক্তির দিন প্রেক্ষাগৃহে ৯৪% দখল নিয়ে ১ মে ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি রানআউট হিট ছিল এবং একক হলে ২৫০ দিন এবং মাল্টিপ্লেক্সে ২১৭ দিনের ঐতিহাসিক রান ছিল। কোনো মাল্টিপ্লেক্সে অন্য কোনো ছবি ২১৭ দিন একটানা চলে নি। ‘বেলাশেষে’ ২০১৫ সালে দীর্ঘতম চলমান বাংলা চলচ্চিত্র হয়ে উঠেছে। জাতীয় স্তরে, ফিল্মটি সারা দেশে ২৫ টি কেন্দ্রে মুক্তি পেয়েছে এবং ৫০ দিনেরও বেশি নাট্যদল উপভোগ করেছে। চলচ্চিত্রটি সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছিল এবং এটির একটি আইএমডিবি রেটিং ১০টির মধ্যে ৮.৫,টাইমস অফ ইন্ডিয়া: ৪/৫, আনন্দবাজার পত্রিকা: ৮/১০, রেডিও মিরচি: ৫/৪.5

সিনেমা পর্যালোচনা-

পরিচালক মহেশ ভট্ট ফিল্মটির দ্বারা এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি রিমেক অধিকার পেতে চেয়েছিলেন। মালায়ালাম অভিনেতা মাধবন নায়ের ওরফে মধুজিও ছবিটির রিমেক করতে চেয়েছিলেন।’১০২ নট আউট’ খ্যাতির পরিচালক উমেশ শুক্লা গুজরাটি ভাষায় ছবিটি বানাতে চেয়েছিলেন। প্রবীণ মারাঠি অভিনেতা রমেশ দেও এবং সীমা দেও ছবিটি মারাঠি ভাষায় পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন।

কাহিনী পটে, একপর্যায়ে আদালতের শরণাপন্ন হন দুজন।আদালতে বিশ্বনাথ ও আরতী উভয়কেই তাদের নিজ নিজ আইনজীবীদের সাথে উপস্থিত হন। বিচারক তাদের সাথে কি আলাপ করেন? বিশ্বনাথ কী এমন কঠোর সিদ্ধান্ত নিতে পেরেছিলো? আরতি দেবী শেষ অবধি কি এই অন্যায়ের বিরুদ্ধে স্বর উত্থাপন করেছিলেন? তবে কি এই দম্পতির শেষ পর্যন্ত বিবাহিত জীবনের ৫০ বছর পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়? এই সমস্ত প্রশ্ন এবং আরও অনেক গুলো প্রশ্ন নিয়েই এই আইকনিক চলচ্চিত্রটি কর্কশ রূপ নেয়।

প্রথমবারের মতো সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অনুপম রায় এই ছবিতে সহযোগিতা করেছিলেন এবং চার্ট মাস্টারকে শীর্ষে রেখে সংগীতটি মুক্তির দিন থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্য ‘বেলাশুরু’ শিরোনামে একটি স্পিন অফের পথ সুগম করেছে। সম্পূর্ণ হওয়ার পরেও, বিরাজমান মহামারী পরিস্থিতি এবং দেশে সিনেমা হল বন্ধের কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে।

সিনেমা পর্যালোচনা-

অবশেষে এই দম্পতির কি হয়েছিলো সেটা জানতে অবশ্য ই এই মুভিটি দেখার অনুরোধ রইল।এতোগুলো বছর একসাথে থাকার পরও কেমন করে তারা তালাক নিতে পারে? কেন এমন একটা বিব্রতকর অবস্তার আগমন হলো? এটা যে এক বিবাহ বিচ্ছেদের কাহিনি শুধু তা নয়, বরং বিবাহ বিচ্ছেদের পরেও যে আবার তাদের দেখা হবে, আলাপ হবে, ফেলে আসা পরিবারকে নতুন করে জানার, বোঝার চিত্র দেখা যাবে।নিজের ভুল্টা বোঝতে পেরে যে ফিরে আসা সেটা দেখে – শিখে আশা করি আপনাদের সময় নষ্ট হবে না।পরিবার কিংবা নিজের বউকে পাশে নিয়ে মুভিটি দেখে অনেক কিছু উপলব্ধি করার আছে। একটা সম্পর্ক কি করে সুন্দর করা যায়? সেটা নিয়েই যে বেঁচে থাকা যায়, সেটা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার যে প্রসান্তি তার এক অভিব্যক্তি ফুটে উঠেছে বেশ ভালভাবেই। সম্পর্ক নষ্ট করেও যে মানসিক সুখ হয় না, তাই শিখিয়ে দেয় এই চলচ্চিত্র। বাঁচতে হলে যে প্রেম – ভালবাসারও দরকার তা যেনো হাতেকলমেই শিখিয়ে দিয়ে কেমন যেনো এক শান্তির খোঁজ করে পরিচালক। নতুন – পুরোনো সম্পর্কের যাত্রা হয়ে। আমি বলব সংসার জীবনে যেনো সকলেরই এই চলচ্চিত্রটি দেখা দরকার, সম্পর্কের কোথায় কেমন করে সামাল দিতে হয় বা আমাদের কোথায় একটু ভাবা উচিত, সেটার অভিপ্রায় শিখিয়েই দেয় এই চলচ্চিত্র – “বেলাশষে”। আপনার সময় নষ্ট হবে না, বরং আপনার শেখার – জানার কিছু মূহুর্ত হবে। চলচ্চিত্রটি দেখুন, না হয় প্রিয় মানুষ টার সাথেই দেখুন, অবশ্যই ভালো লাগবে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আমি জন্মেছি বাংলায়

আমি জন্মেছি বাংলায়

বই: আমি জন্মেছি বাংলায় কবি: হামিদা আনজুমান ধরন: শিশু,কিশোরদের জন্য আবৃত্তি উপযোগি দেশের ছড়া, কবিতা প্রকাশনী: প্রতিভা প্রকাশ (একুশে বই মেলা: ৩৮,৩৯,৪০ নং ষ্টল) মূল্য: ...
ভারতীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা

ভারতীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা

সিনেমানামা “কথা কিন্তু একটাই, শাকিব ভাই শাকিব ভাই” কিংবা যদি বলি, বাংলাদেশের এক খান, তার নাম শাকিব খান। শাকিব ভক্তদের মুখে এমন স্লোগান ওঠে শাকিবের ...
ঈদের সেরা মেহেদি ডিজাইন(২০২৪)

ঈদের সেরা মেহেদি ডিজাইন(২০২৪)

সেজেগুজে ডেস্ক ঈদ এসেছে ঈদ কিংবা লেগেছে বিয়ের ধুম? কিন্তু! কী মেহেদির ডিজাইন করবেন সেটি ভেবে পাচ্ছেন না? চিন্তা কিসের? আমরা আপনার জন্য সংগ্রহ করেছি ...
অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি

আশিক মাহমুদ রিয়াদ একটি বৃষ্টিস্নাত দিন । ১৪ ই শ্রাবণ ,১৪২৮ পশ্চিমপাড়া, বগালেক, কোলকাতা । জানলা দিয়ে এক ফালি কাগজ ছুঁড়ে মারলো কেউ। বৃষ্টিস্নাত দিন, ...
হেমন্তের মায়া

হেমন্তের মায়া

নিশিকান্ত রায় শিশিরের ফুলে কান্নার শব্দ লেগে থাকে রাতের পোশাকেও আলোর সেলাই বিশাল বাজারে কেউ নেই ঘুরেফিরে কায়ায় মোড়ানো এক অনন্তের মায়া। ঝানু সূর্যটাকে ব্যাগ ...
ছোটগল্প- বিশ্বাস

ছোটগল্প- বিশ্বাস

আসিফ আফনান পিয়াল “আব্বা মোগো গরু কেনবা না এবার?” ছেলে রাকিবের প্রশ্নে নিরব তরিকুল! কেননা এই প্রশ্নের উত্তর যে জানা নেই কেয়ারটেকার তরিকুলের। কিনবেই বা ...