প্রোডাকশন হাউজ SVF এর নাম শোনেনি বাংলাভাষী এরকম দর্শক বোধহয় বেশ কমই আছে। দেব, জিৎ, কোয়েল থেকে শুরু করে প্রায় অভিনেতা-অভিনেত্রীদেরই বিগ এন্ড সাকসেসফুল ফিল্মগুলো এসেছে ‘SVF’ এর পর্দা থেকে। সেই SVF এর ফেসবুক পেইজে আজ সন্ধ্যায় এলো আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র ফোরটেস্ট এবং প্রথম গান। প্রশ্ন এসেই যায়, তাহলে কি ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে ভারতেও? ‘SVF’ এর বিগ ব্যানারেই কি ভারতের দর্শককে মুগ্ধ করবে বাংলাদেশের আফরান নিশো?
বিস্তারিত জানা যাবে নিচের ভিডিও থেকে-