কার্ত্তিক মণ্ডল
রাতের তারাদের স্বপ্ন ভাঙার আর্তনাদ শুনি
গাছে পাতায় জড়ানো জোনাকির বাসর ঘর ,
কি মনোমুগ্ধকর আলোক সজ্জা
লতায় ঘেরা পথ উঁকি দেয় খাদের পাড়ে ।
পথের কি দোষ বলো!জোৎস্না হারা খাঁ খাঁ দিগন্ত
হাজারো পাখির কলতানে ঢাকা
জুঁই ফুল কথা কয় ।
মায়ের কোলে কে না সুখে থাকে !
চাঁদ মামা টিপ
নদীর জলোচ্ছাসের মতো স্নেহ মমতা,
মৃত্যুতে ও যেন সুখ
শ্মশান এত আগুন খায় তবুও লোভ ।
ললাট চুম্বনে এঁকে যায় সূর্যাস্তের ছবি
রামধনুর সাতটি রঙ
শরতের দোলনচাঁপা আর গ্রীষ্মের কৃষ্ণচূড়া হয়ে।
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত ।