থ্রিলার গল্প: সেঞ্চুরি হাসমত

থ্রিলার গল্প: সেঞ্চুরি হাসমত

তানভীর আহমেদ সৃজন 

ভ্রু কুচকে ডেস্কের ওপরে রাখা সেলফোনটার দিকে তাকালো সে। বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত বেজেই যাচ্ছে ফোনটা! অগত্যা ডেস্কের কাছে এগিয়ে গিয়ে সেলফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করে কানে ঠেকালো সে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর।

-হ্যালো! মিস্টার আসলাম জোয়ার্দার বলছেন?!

-জ্বি বলছি। আপনি কে বলছিলেন?

-আমি ধানমন্ডি থানা থেকে ওসি হারুন বলছিলাম। আপনি এখন কোথায় আছেন?

-এত রাতে নিজের বাড়িতে ছাড়া আর কোথায় থাকবো?!

-আমি এক্ষুণি ফোর্স নিয়ে আপনার বাড়িতে আসছি! দশ মিনিট লাগবে আমাদের আসতে, ততক্ষণ আপনি একটু সাবধানে থাকুন!

-কেন? কী হয়েছে?!

-হাসমত মেন্টাল এসাইলেম থেকে পালিয়েছে জোয়ার্দার সাহেব!

-কোন হাসমত?

-সেঞ্চুরি হাসমত!

-মানে সেই সিরিয়াল কিলার, যে একশো খুনের টার্গেট নিয়ে টানা চার বছর ধরে একটার পর একটা খুন করে গেছে?!

-জ্বি! সেই হাসমত, দু’বছর আগে যার একশোতম ভিক্টিম আপনি হতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আমরা তাকে এরেস্ট করে ফেলেছিলাম!

-ওহ মাই গড! সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার এসাইলেম থেকে পালিয়ে গেছে?!

-জ্বি। এবং আমাদের ধারণা, সে আপনার কাছেই যাবে তার ইনকমপ্লিট টাস্ক কমপ্লিট করতে। আপনি আপনার বাড়ির দরজা, জানালা সব বন্ধ করে রাখুন। আমরা না আসা পর্যন্ত ভুলেও দরজা, জানালা কিছুই খুলবেন না!

-ঠিক আছে! আপনারা তাড়াতাড়ি আসুন!

-আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমাদের আর মিনিট সাতেকের মত লাগবে আপনার ওখানে পৌঁছাতে!

-ঠিক আছে!

লাইন কেটে দিয়ে ফোনটা আবার ডেস্কের ওপর রেখে দিলো সে। তারপর ঘাড় ঘুরিয়ে সে প্রথমে তাকালো তার থেকে খানিকটা দূরে মেঝের ওপর পড়ে থাকা মুণ্ডুহীন ধড়টার দিকে, এরপর তাকালো সেই ধড় থেকে তিন হাত দূরে গড়াগড়ি খেতে থাকা মুণ্ডুটার দিকে।

আসলাম জোয়ার্দারের কাটা মুণ্ডুটার দিকে কয়েক মুহুর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর এক পর্যায়ে মুচকি হাসলো সেঞ্চুরি হাসমত।

তার নামের আগে “সেঞ্চুরি” বসানোটা আজ অবশেষে সার্থক হলো!

 

ঢাকা, বাংলাদেশ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
This Will Fundamentally Change the Way You Look at Technology

This Will Fundamentally Change the Way You Look at Technology

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
তোমায় অন্যরকম ভেবেছিলাম

তোমায় অন্যরকম ভেবেছিলাম

  তুলিকা আদিত্য   এরকম করে কথা বলছ কেন? কি হয়েছে? তুমি এরকম করে তো কথা বলোনা! বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো ! ...
রতনতনু ঘোষ’র শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত

রতনতনু ঘোষ’র শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত

শফিক হাসান রতনতনু ঘোষ ছিলেন অকালপ্রয়াত প্রতিভা। প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা, সাক্ষাৎকার, কলাম থেকে কবিতা সব ধরনের লেখাজোকাতেই সিদ্ধহস্ত। ২০১৬ সালে সড়কে চলাচল অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া ...
প্রেমের গল্প - ওড়না

প্রেমের গল্প – ওড়না

জোবায়ের রাজু মেজো মামার মেয়ে লামিয়া আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওর প্রোফাইল পিকচার দেখে আমি তো অবাক। লামিয়া এতো বড় হয়ে গেল! অবশ্য অনেক ...
মুক্ত গগনে স্বাধীনতা

মুক্ত গগনে স্বাধীনতা

সুদীপ্তা চৌধুরী “মুক্ত গগনে স্বাধীনতা” মুক্ত গগনে স্বাধীনতার রক্তিম সূর্য। কেমন করে এসেছে এই স্বাধীনতা – তাঁর পেছনের ছবিপট ছিল; শুধুই কান্নার আর্তনাদ, সম্ভ্রম হারানো ...
রফিকুল নাজিমের গুচ্ছ কবিতা

রফিকুল নাজিমের গুচ্ছ কবিতা

কবিতাঃ ০১ প্রবেশাধিকার সংরক্ষিত তুমি চলে যাওয়ার পর আমার হাতের তালু থেকে নেমে গেছে মহাসড়ক, আমাদের পাড়ার রাস্তায় উঠে এসেছে তোমাদের ঘরদোর, বিছানাপত্র, সীমানা প্রাচীর ...