থ্রিলার গল্প: সেঞ্চুরি হাসমত

থ্রিলার গল্প: সেঞ্চুরি হাসমত

তানভীর আহমেদ সৃজন 

ভ্রু কুচকে ডেস্কের ওপরে রাখা সেলফোনটার দিকে তাকালো সে। বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত বেজেই যাচ্ছে ফোনটা! অগত্যা ডেস্কের কাছে এগিয়ে গিয়ে সেলফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করে কানে ঠেকালো সে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর।

-হ্যালো! মিস্টার আসলাম জোয়ার্দার বলছেন?!

-জ্বি বলছি। আপনি কে বলছিলেন?

-আমি ধানমন্ডি থানা থেকে ওসি হারুন বলছিলাম। আপনি এখন কোথায় আছেন?

-এত রাতে নিজের বাড়িতে ছাড়া আর কোথায় থাকবো?!

-আমি এক্ষুণি ফোর্স নিয়ে আপনার বাড়িতে আসছি! দশ মিনিট লাগবে আমাদের আসতে, ততক্ষণ আপনি একটু সাবধানে থাকুন!

-কেন? কী হয়েছে?!

-হাসমত মেন্টাল এসাইলেম থেকে পালিয়েছে জোয়ার্দার সাহেব!

-কোন হাসমত?

-সেঞ্চুরি হাসমত!

-মানে সেই সিরিয়াল কিলার, যে একশো খুনের টার্গেট নিয়ে টানা চার বছর ধরে একটার পর একটা খুন করে গেছে?!

-জ্বি! সেই হাসমত, দু’বছর আগে যার একশোতম ভিক্টিম আপনি হতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আমরা তাকে এরেস্ট করে ফেলেছিলাম!

-ওহ মাই গড! সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার এসাইলেম থেকে পালিয়ে গেছে?!

-জ্বি। এবং আমাদের ধারণা, সে আপনার কাছেই যাবে তার ইনকমপ্লিট টাস্ক কমপ্লিট করতে। আপনি আপনার বাড়ির দরজা, জানালা সব বন্ধ করে রাখুন। আমরা না আসা পর্যন্ত ভুলেও দরজা, জানালা কিছুই খুলবেন না!

-ঠিক আছে! আপনারা তাড়াতাড়ি আসুন!

-আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমাদের আর মিনিট সাতেকের মত লাগবে আপনার ওখানে পৌঁছাতে!

-ঠিক আছে!

লাইন কেটে দিয়ে ফোনটা আবার ডেস্কের ওপর রেখে দিলো সে। তারপর ঘাড় ঘুরিয়ে সে প্রথমে তাকালো তার থেকে খানিকটা দূরে মেঝের ওপর পড়ে থাকা মুণ্ডুহীন ধড়টার দিকে, এরপর তাকালো সেই ধড় থেকে তিন হাত দূরে গড়াগড়ি খেতে থাকা মুণ্ডুটার দিকে।

আসলাম জোয়ার্দারের কাটা মুণ্ডুটার দিকে কয়েক মুহুর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর এক পর্যায়ে মুচকি হাসলো সেঞ্চুরি হাসমত।

তার নামের আগে “সেঞ্চুরি” বসানোটা আজ অবশেষে সার্থক হলো!

 

ঢাকা, বাংলাদেশ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
শরৎ আসে তাক্কু-নাকুড়

শরৎ আসে তাক্কু-নাকুড়

গোবিন্দ মোদক তাকিয়ে দেখো নদীর ধারে তুলছে মাথা কাশ, ফিসফিসিয়ে বলছে কথা শারদীয়া বাতাস। টুপুস্ করে পড়লো ঝরে ভোরের শিউলি ফুল, স্থলপদ্ম উঠলো ফুটে —- ...
ছোটগল্প : আলো ছুঁয়ে

ছোটগল্প : আলো ছুঁয়ে

আশিক মাহমুদ রিয়াদ বৃষ্টি পড়েছে বলে রাস্তাটা কর্দমাক্ত৷ বৃষ্টি থামেনি এখনো কাঁদছে আকাশ,প্রকৃতির নিয়মে,ঝর ঝর করে ।কালো মেঘ জমেছে আবার মেঘ সাদা হয়ে চারদিকে ধবধবে ...
"২০ বছর পরে আবার দেখা"

“২০ বছর পরে আবার দেখা”

ফাল্গুনী খান সদ্য কিশোর থেকে যৌবনে পা দিলাম হাজারো রঙে এই পৃথিবী দেখা শুরু করলাম বন্ধুদের সাথে আড্ডা জমে উঠলো চায়ের টঙ্কে দেরি করে ঘরে ...
যুগান্তরের গল্প

যুগান্তরের গল্প

অরুণ সরকার যুগান্তরের একটি কল্পে যে গল্পটি মুখে মুখে, উচ্চশিরে কইবে কথা যুগের স্রোতে থাকবে সুখে। সে গল্পটি আমার ভাষা, আমার সুরেই বয়। আমার লালে ...
ঈদে বাড়ি ফেরা সম্পর্কে পাঁচটি ইমোশনাল বিজ্ঞাপন

ঈদে বাড়ি ফেরা সম্পর্কে পাঁচটি ইমোশনাল বিজ্ঞাপন

প্রতি বছর বাড়ি ফেরার উৎসব মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। নাড়ির টানে বাড়ি ফেরার এ আনন্দ অপার্থিব। গ্রামের সবুজ-শীতল পরিবেশ, গাছতলায় নিজের স্বপ্নের ঘর আর ...
জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না। – ২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে ...