থ্রিলার গল্প: সেঞ্চুরি হাসমত

থ্রিলার গল্প: সেঞ্চুরি হাসমত

তানভীর আহমেদ সৃজন 

ভ্রু কুচকে ডেস্কের ওপরে রাখা সেলফোনটার দিকে তাকালো সে। বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত বেজেই যাচ্ছে ফোনটা! অগত্যা ডেস্কের কাছে এগিয়ে গিয়ে সেলফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করে কানে ঠেকালো সে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর।

-হ্যালো! মিস্টার আসলাম জোয়ার্দার বলছেন?!

-জ্বি বলছি। আপনি কে বলছিলেন?

-আমি ধানমন্ডি থানা থেকে ওসি হারুন বলছিলাম। আপনি এখন কোথায় আছেন?

-এত রাতে নিজের বাড়িতে ছাড়া আর কোথায় থাকবো?!

-আমি এক্ষুণি ফোর্স নিয়ে আপনার বাড়িতে আসছি! দশ মিনিট লাগবে আমাদের আসতে, ততক্ষণ আপনি একটু সাবধানে থাকুন!

-কেন? কী হয়েছে?!

-হাসমত মেন্টাল এসাইলেম থেকে পালিয়েছে জোয়ার্দার সাহেব!

-কোন হাসমত?

-সেঞ্চুরি হাসমত!

-মানে সেই সিরিয়াল কিলার, যে একশো খুনের টার্গেট নিয়ে টানা চার বছর ধরে একটার পর একটা খুন করে গেছে?!

-জ্বি! সেই হাসমত, দু’বছর আগে যার একশোতম ভিক্টিম আপনি হতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আমরা তাকে এরেস্ট করে ফেলেছিলাম!

-ওহ মাই গড! সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার এসাইলেম থেকে পালিয়ে গেছে?!

-জ্বি। এবং আমাদের ধারণা, সে আপনার কাছেই যাবে তার ইনকমপ্লিট টাস্ক কমপ্লিট করতে। আপনি আপনার বাড়ির দরজা, জানালা সব বন্ধ করে রাখুন। আমরা না আসা পর্যন্ত ভুলেও দরজা, জানালা কিছুই খুলবেন না!

-ঠিক আছে! আপনারা তাড়াতাড়ি আসুন!

-আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমাদের আর মিনিট সাতেকের মত লাগবে আপনার ওখানে পৌঁছাতে!

-ঠিক আছে!

লাইন কেটে দিয়ে ফোনটা আবার ডেস্কের ওপর রেখে দিলো সে। তারপর ঘাড় ঘুরিয়ে সে প্রথমে তাকালো তার থেকে খানিকটা দূরে মেঝের ওপর পড়ে থাকা মুণ্ডুহীন ধড়টার দিকে, এরপর তাকালো সেই ধড় থেকে তিন হাত দূরে গড়াগড়ি খেতে থাকা মুণ্ডুটার দিকে।

আসলাম জোয়ার্দারের কাটা মুণ্ডুটার দিকে কয়েক মুহুর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর এক পর্যায়ে মুচকি হাসলো সেঞ্চুরি হাসমত।

তার নামের আগে “সেঞ্চুরি” বসানোটা আজ অবশেষে সার্থক হলো!

 

ঢাকা, বাংলাদেশ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বর্ষা ফুলের গন্ধে

বর্ষা ফুলের গন্ধে

সুজন সাজু  জানলা দিয়ে দেখছি দূরে বিষ্টি পড়ে মিষ্টি সুরে প্রাণ কেড়ে নেয় আহা, ইমলি পাতার ঝিমলি নাচন দৃষ্টি নন্দন নাহা। বৃষ্টির ফোটা ঝম ঝমিয়ে ...
কবিতা - "কালোবতী"  | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

কবিতা – “কালোবতী” | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

|’মেহেদী হাসান‘   বেশ ক’দিন, মেয়েটি অবসন্নতায় নিঃশ্বাসরূদ্ধ- তাহার কোনো আওয়াজ নেই, সে কেঁদে কেঁদে চোখে পানি তোলে, চোখে তাহার নীলছে পানির সমুদ্র। বাহিরের আকাশে ...
ষোলোই ডিসেম্বর

ষোলোই ডিসেম্বর

বদ্রীনাথ পাল স্বাধীনতা নয় সহজ সরল কথা- পিছনেতে তার রয়েছে যে ইতিহাস, স্মরণে জাগায় মর্মে  মর্মব্যথা- কতো না দুঃখ, কতো না দীর্ঘশ্বাস। সন্তান হারা হয়েছে ...
অমৃত লোভায়

অমৃত লোভায়

|শুক্লা গাঙ্গুলি    মনবাউল দিনশেষে মাধুকরিতে প্রণিপাত হাটুমুডে- –     মহাভিক্ষু  দাও অহংকার ভিক্ষা-    সুদীর্ঘ তাপদাহ শেষে মৃদু মন্থর বাতাসে  থাকুক আমন্ত্রণ   ...
জীবনানন্দ দাশের সাহিত্য  – একটি সংক্ষিপ্ত বিবরণ | প্রবন্ধ

জীবনানন্দ দাশের সাহিত্য  – একটি সংক্ষিপ্ত বিবরণ | প্রবন্ধ

শিবশিস মুখোপাধ্যায়   জীবনানন্দের গ্রামীণ বাংলার কবিতা বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁর কবিতাগুলি বাঙালি জাতিসত্তার, বিশেষত 1960-এর দশকে এবং একাত্তরের ...
পটাদা ফিরে এসেছে

পটাদা ফিরে এসেছে

শুভ্র শোভন রায় অর্ক চায়ের দোকানের ঝুপড়িতে ধুমধ্রাম চাঁটির আওয়াজ শোনা গেলো কয়েকটা। পটাদা পায়ের উপর পা তুলে বসা। পরনে কালো জোব্বার মত কি জানি ...