যখন ঝড়-ঝঞ্জার মহাপ্লাবনে প্লাবিত এই দেশ,
অবহেলা-বঞ্চনার আঘাতে কাতর জনগণ,
তুমি হিমালয় বুকে রুখেছো সব বাধার দেয়াল।
হয়েছো হতভাগা এই জাতির কাণ্ডারী।
যখন শোষণের করাল গ্রাসে জর্জরিত স্বদেশ,
নিপীড়নের রোষানলে অঙ্গার যাপিত জীবন। আলোহীন জীবনে শুধু অথৈ প্রগাঢ় তিমির;
সেখানেও তুমি আলোর বাতিঘর।
যখন রক্তের লালে রঞ্জিত সবুজ ভূমি,
কেড়ে নেয়া হল মায়ের মুখের বুলি।
কণ্ঠ রুদ্ধ করে চাপানো হলো দুঃসহ দুঃশাসন।
সবার ভাষা হয়ে তুমি তখন জাগ্রত কণ্ঠ।
রাজার নীতি নিয়ে রাজনীতি নয়,
তুমি হয়েছিলে সব প্রজার আপন।
ভুখা মানুষগুলোর কাছে তুমি নির্ভরতার প্রতীক,
সৌরভময় পল্লবিত চিরদিন শেখ মুজিব।