একটি ঘুড়ির মতো আমিও উড়ি
স্বপ্নের আকাশে,
নিমিষেই ঘুরে বেড়াই
পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে,
মিশরের পিরামিড আর নীলনদ
যেন হাত বাড়ালেই ছুঁতে পাই।
চিলের মতো আমিও উড়ি
একটি শিকারের খুঁজে,
বকের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকি
একমুঠো অন্নের আশে।
স্বপ্নের ঘরে আমি চরে বেড়ায়
হ্যামিলনের সেই ইঁদুরের রাজ্যে,
বাঁশির সেই মোহনীয় সুরে
আমি হারিয়ে যায় যুগ থেকে যুগান্তরে।
দিনের দিগন্ত শেষে, ভেঙে চুরমার হয়
মুক্ত আকাশে উড্ডীয়মান ঘুড়ির সব স্বপ্ন।
আবার ফিরে আসে বালকের নাটাই
আবার ফিরে আসে আপন ঠিকানায়।
স্বপ্নে ভাসতে ভাসতে ক্লান্ত আমি
হঠাৎ চোখ মেলে দেখি;
আলোমাখা চাঁদ আমার পানে তাকিয়ে
মুচকি হাসিতে নিমজ্জিত,
বুঝলাম সবি স্বপ্নের খেল
সবি মিছে মায়ার জাল
স্বপ্ন ও বাস্তবতা, পৃথিবীর দুই মেরু।
ভাষাবিজ্ঞান বিভাগ,সলিমুল্লাহ মুসলিম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়