আদ্যনাথ ঘোষ
বোধের প্রান্তর যদি ফেটে পড়ে মিছিলের পেটে
তবে কি জন্ম জমিন মুক্তি খোঁজে বাঁচার আশায়?
কিম্বা শিশুমুখ ধ্বনি, জন্মজল ফেণামুখ ঢেউ,
শুভ্র আঁচলের মুখ- অম্লজান হয়ে বেঁচে রয়
আলোধোয়া শ্বাস আর প্রশ্বাসের ঢেউয়ের ভিতর।
এরাও কি জননীর চেতনার ভ্রুণের ফসল?
না কি বাংলার অক্ষরে রক্তের মহিমার বুদবুদ!
যেখানেতে ভাষা পায় ভেসেওঠা রঙিন প্রভাত।
যদি জননীর মুখ পৃথিবীর কোলের উপর
হাসে আর বাঁচে তবে কি পৃথিবীর অমৃত সুধা
ছড়িয়ে পড়ে সৃষ্টির নিরন্তর রঙমাখা উৎসবে!
তবুও জীবন খোঁজে জীবনের বাঙময় পিয়াস।
শালগাড়ীয়া (গোডাউনপাড়া), পাবনা, বাংলাদেশ ।