রোদ ফুটে আকাশ ছাপিয়েছে
চালাময় সংসারে ব্যস্ত আগুন
রাতের শ্বাস গিলে নিয়েছে পাখিটা
দিনের শুরুতে কত রঙের ছাউনি
তৃপ্ত শান্ত সবুজ কলিজায়
মাংসের হাড়ে ঢোকেনি শীত
সিক্ত জোছনায় পূর্ণিমার কোলাজে
হারহিম বাতাসের হাতছানি।
কেন যে এখনও স্বপ্ন জাগে
স্বপ্নে ভাসে কেয়া পাতার শয্যা
শয্যায় বিছানো অপরাজিতা
অপরাজিতার গোলাপি অভিনন্দন।
দু’চোখে স্বপ্ন, ঘুমঘোর বালিশের প্রান্ত
জেগে থাকা ভোরে নেশাতুর হৃদয়ের দিনলিপি।
বীরভূম ,কলকাতা , পশ্চিমবঙ্গ,ভারত ।