রবীন বসু
অক্ষত ডানা, মুক্ত আকাশ… স্বাধীনতার মানে জানে।
পেটভর্তি অন্ন, শ্বাস নিয়ে বাঁচা, তাকে স্বাধীনতা বলে।
পায়ে শিকল, হাতে বেড়ি পরাধীনতার কালো আঁধার।
রক্তচক্ষু শাসন করে, চাবুকের ক্ষত অধীনতাই আনে।
মানে না যারা জুলুম আঘাত, তাদেরকে বলে রাক্ষস।
বিপ্লবীমন্ত্রে দীক্ষিত ওরা, ওরা সংগ্রামী স্বাধীনতা চায়।
দেশ ও মানুষ প্রিয় হল তাই, হাসতে হাসতে জীবনদান
ওরা আনে বিজয় দিবস, ওরাই রাখে স্বাধীনতার মান।
কসবা রোড, কলকাতা, ভারত ।