প্রথম পাতাসর্বশেষস্বাধীনতা দিবসের কবিতা

প্রথম প্রহর

আশরাফ উল আলম শিকদার

আমাদের যাদের জন্ম ১৯ শ ৭১-এর ২৬ শে মার্চে আগে
তারা জানি; সদ্যজাত শিশুরাও টের পেয়েছে ২৫ শে মার্চের কালো রাতের আতঙ্ক
২৬ শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর স্বাক্ষরে খবরে
কী আনন্দ, উদ্বেলিত হৃদয়ে বাঙ্গালী কেমন ঝাঁপিয়ে পড়েছিল যার যা হাতে আছে তাই নিয়ে
নির্মাণ করতে বাংলাদেশ, নিজস্ব একটা মানচিত্র, একটা পতাকা, একটা জাতিয় সংগীত

প্রথম প্রহর, প্রথম প্রহর বুঝি তেমন আর আসেনি গোটা জীবনে
যেমন আতঙ্কের তেমনই আনন্দের
মাতৃ গর্ভের শিশু ভূমিষ্ঠ হতে লেগে গেলো ন-টা মাস, মায়ের মতো তেমনই কষ্ট
তেমনই আনন্দ, সুখানুভূতিতে তেমনই নির্মল হাসি ঠোটের কোণে
কেউ কি শুনেছে এর আগে,নিজের মাকে জন্ম দেয় নিজ সন্তানে

যার যা হাতে আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছি বাঙ্গালী
কী ছিল আমাদের হাতে নিজেদের স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে ছোট্ট এই প্রাণটা ছাড়া
পঁচিশে মার্চের কালো রাতে তাই দিয়ে দিলো পঞ্চাশ হাজার বাঙ্গালী প্রাণ
অপারেশন সার্চ লাইটের কবলে, কী করবে তুমি যদি হায়ণা এসে লাগে পেছনে!
অথচ ছাব্বিশের প্রথম প্রহরেই স্বাধীন আমরা।

প্রথম প্রহর, ছাব্বিশে মার্চ, উনিশ-শো একাত্তর
আরো লক্ষ কোটি প্রহর পেরিয়ে আজো সেই সুখের অনুভূতি
আমাদের যাদের জন্ম ১৯ শ ৭১-এর ২৬ শে মার্চে আগে
তারা জানি; সদ্যজাত শিশুরাও টের পেয়েছে ২৫ শে মার্চের কালো রাতের আতঙ্ক
২৬ শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর স্বাক্ষর।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]