কবিতাপ্রথম পাতাসর্বশেষস্বাধীনতা দিবসের কবিতা

মুক্ত গগনে স্বাধীনতা

সুদীপ্তা চৌধুরী

“মুক্ত গগনে স্বাধীনতা”
মুক্ত গগনে স্বাধীনতার রক্তিম সূর্য।
কেমন করে এসেছে এই স্বাধীনতা –
তাঁর পেছনের ছবিপট ছিল;
শুধুই কান্নার আর্তনাদ,
সম্ভ্রম হারানো মা – বোনের ক্লান্ত শরীর।

নিষ্পাপ শিশুদের নিথর দেহ।
রাস্তায় সারি সারি লাশ আর লাশ।
বাতাসে লাশের গন্ধ।
গগনও তখন ছিল পরাধীন।
মা সেচ্ছায় করেছে নিজের কোল শূন্য।

পাকিস্তানি সৈন্য বলতো বন্দুক উচিয়ে –
“বোল তা হো পাকিস্তান জিন্দাবাদ”
যাঁদের মুখে হয়েছিল উচ্চারিত –
মৃত্যুর মুখেও দাঁড়িয়ে বুক ফুলিয়ে;
“জয় বাংলা” মুহূর্তেই রক্তধারায় নিথর দেহ তাঁদের!

এতো রক্তধারায় সিক্ত করে নিজেদের –
মাথা নত হয়েছে করতে বাংলার সন্তানদের কাছে;
দেশ মা কে স্বাধীন করার দাবিতে –
ভালবাসার কাছে পরাজিত হয়ে।
“মুক্ত গগনে স্বাধীনতা”!
মুক্ত গগনে স্বাধীনতার রক্তিম সূর্য উঠে –
“২৬ শে মার্চ, স্বাধীনতা দিবস”!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]