বাংলাদেশের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে চলছে চলচ্চিত্রের সুদিন। সিনেমার সুদিনে পর্দায় ফিরেছেন বাংলাদেশের হটথ্রব নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি ববিকে নতুন করে আলোচনার শুরু হয়েছে। বাংলা চলচ্চিত্রের বাতাসে বইছে শাকিবের তুফান আরেকদিকে ববিও ফিরেছেন ময়ুরাক্ষী সিনেমা দিয়ে। ময়ুরাক্ষী ও তুফান সিনেমাটিতে রয়েছে দুটি বাথটবের দৃশ্য এখন প্রশ্ন হচ্ছে বাথটাবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি?
https://youtu.be/z8EbhJ_H034