এই হাত নীরার মুখ ছুঁতে পারে না
এই হাত শুধু পীড়া দেয় পীড়া— অনন্ত যন্ত্রণা
এই হাত অন্ধকার লুফে নেয়
আরও গভীর অদ্ভুত জীবনানন্দীয় অন্ধকার ছুঁড়ে দেয়
এই হাতে তলরেখা নেই দাঁত আছে
এঁটো আঁতকুড় নেই কাচ কাটা ধার আছে
ওজর আছে অফুরন্ত
এই হাত পাপ শাপশাপান্ত
এই হাত মড়ক ও মরণের
উঞ্ছবৃত্তি চালিত আগুনের
ঘৃণ্য কীটদুষ্ট উচ্ছিষ্ট খুঁটে খুঁটে খায়
এই হাত কলঙ্কিত শত রাধায়
এই হাত ছুঁয়েছে তীর মদির মন্থনে
এই হাত ছুঁড়েছে তির তিতির পাখির সুধা হাড় চর্বণে
এই হাত ইতিহাসবিমুখ হয়ে বিনিদ্র জেগে থাকে
নটেশাকের আংটি পরে ডুবে যায় পোড়া অনঙ্গের নাভির পাকে
এই হাত তেত্রিশ কোটি দেবতার অংশ নয়
এই হাত প্রপঞ্চ মায়াময়