জিয়াউল মোস্তফা জিসান
কেন জানি খুব ভয় হয় আমার দিনশেষে,
যদি হুট করে হারিয়ে যায় না ফেরার দেশে!
ভয় হয় খুব যদি হারায় দূরে
আর ফিরবো না এই শহরে
জানি আমাকে অনেকেই কত ভালবাসে,
যেদিন চলে যাবো ওই নীরব কোটরে
খুব জানতে ইচ্ছে হয় বারে বারে;
কেহ কি খুঁজবে আমায় নিপুণ আদরে?
হয়তো সেদিন কারো কারো মায়াকান্না হবে
কেউ বা শেষবারের মত আমায় ডাকবে,
আমায় ছুঁতে চাইবে;একটিবার বলতে চাইবে
এই ওঠো বলছি,অনেক ভালবাসি তোমায়।
কিন্তু আমি তো সেদিন অসাড় থাকবো,
থাকবে না কোন অনুভূতি
কে কতখানি ভালবাসে,কে কেমন কাঁদছে;
কিছুই শুনবো না আমি।
জীবনে কত প্রাণের সাথে মিলেছি খুব কাছে,
সেদিন আমার মনে হবে এই সব ছিল মিছে!