একটি দীর্ঘ কবিতা

একটি দীর্ঘ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার

আচ্ছা!জীবনের মানে কি?
জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত-
কিসের আশায় বড় হয়ে ওঠা?
টাকার জন্যে?
হয়তো!
টাকায় তো কতো কি না হয়!
অর্থের লিপ্সা বড়ই মোহময়!
টাকা ছাড়া তো জীবনই বৃথা; অচল।
টাকা নেই তো সম্মান নেই; সুখ নেই।
তবে ভালোবাসা কি?
ভালোবাসা ছাড়াও তো মানুষ অসুখী!
ভালোবাসা ছাড়াও বেঁচে থাকা বৃথা;কঠিন!
ভালোবাসা নেই তো জীবনও অর্থহীন।
আবার শুধু ভালোবাসায়ও কিছু হয় না
আর শুধু টাকায়ও কিছু হয় না।
তবে কিসের নেশায় ছুটে চলা এই মহাকালের পথে?
আচ্ছা প্রকৃত সুখ কোনটা?
টাকার লোভ নাকি প্রিয়জনের ভালোবাসা?
হয়ত এই প্রশ্নের উত্তরের লিপ্সাই প্রকৃত সুখ!।
জীবনের আসল অর্থ?
হয়ত!
আবার হয়তো জীবনের মানে মৃত্যুর আগ মূহুুর্ত-
লড়াই করে বেঁচে থাকার নতুন স্বপ্ন।
স্বপ্ন দেখা?
হয়ত!
হয়তো বড় কিছু হবার স্বপ্ন দেখা।
স্বপ্ন,ইচ্ছে আর আশা;
তিনটি শব্দই মনের সাথে সম্পর্কিত।
অনুযোগের মিলবে না বাস্তবতা।
হয়ত মন না থাকলে এদের খুঁজেই পাওয়া যেত না!
কিংবা হয়ত এই শব্দগুলোই হতো না!
আবার জীবনে মনের মানুষও আছে;
স্বপ্নে কিংবা হৃদয়ের গোপন পাশে!
আবার মন ভাঙা গড়াও আছে;
আবেগ কিংবা অভিযোগে!
আবার মৃত্যু?
সে তো সৃষ্টিকর্তার আদেশ!
জানা নেই কখন আসবে ক্ষণ।
আজ না হয় আসেনি কাল ঠিকই আসবে!
একদিন না একদিন তো ঠিকই মরতে হবে!
মৃত্যুর মিছিলে যোগ দিতে হবে,
বেঁচে থাকার নিয়ম ত্যাগ করে-
মৃত্যুকে আলিঙ্গন করতে হবে!
বিচ্ছেদ তো জীবনেরই অংশ,
ভালোবাসা,অর্থ সম্পত্তিও!
সব শেষে বিলাসীতা ছেড়ে দিয়ে-
একদিন তো মরতেই হবে।
আসলে জীবন অপ্রাপ্তি কিছুই নয়;
টাকাকড়ি,বাড়ি-গাড়িও কিছু নয়;
ভালোবাসাই একমাত্র প্রকৃত সুখ-
যা মৃত্যুর পরও জীবন্ত থেকে যায়!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
চেনা-অচেনা

চেনা-অচেনা

 ফারজানা ফেরদৌস    এই তো সেদিন বছর পনেরো আগে কত মানুষ করত চলাচল নৌকায় করে এই ঘাটটি পেরিয়ে । ভরা বরষায় পানি থৈ থৈ প্রয়োজনে-অপ্রয়োজনে ...
ভালোবাসার গল্প - পৃষ্ঠা ১৭

ভালোবাসার গল্প – পৃষ্ঠা ১৭

তাহারাত সিকদার তখনো মেয়েটি হাত ছাড়েনি। খুব শক্ত করে টেনে ধরে রেখেছে। বাম হাত একটা পাক খেয়েছে কিন্তু কোনোভাবেই যেন ওদের আলাদা করা যাচ্ছেনা। পুরো ...
What Your Relationship With Stock Market Says About You

What Your Relationship With Stock Market Says About You

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
জাওয়ান ফুল মুভি রিভিউ [Jawan Full Movie-1080p 720p 480p

জাওয়ান ফুল মুভি রিভিউ [Jawan Full Movie-1080p 720p 480p

ছাইলিপি বিনোদন ডেস্ক আসলে শাহারুখ কে? কোন চরিত্রে দেখতে পাবেন দর্শকেরা? শাহারুখ কি হিরো নাকি শাহারুখ ভিলেন? নাকি শাহারুক হিরো এবং ভিলেনের চরিত্রে একই সাথে ...
মুখোমুখি - নাইমুল ইসলাম ইভু

মুখোমুখি – নাইমুল ইসলাম ইভু

নাইমুল ইসলাম ইভু পাশাপাশি বসে থাকা… অথচ ; কোন কথা নেই আমাদের নিরবতা বিরাজ করছে দু’জনায়, আগের মতো আঙুল ছোঁয়া হয় না- কাঁধে মাথা রেখে ...
বেতন কত ?

বেতন কত ?

খাজা নিজাম উদ্দিন আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে! আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ...