একটি দীর্ঘ কবিতা

একটি দীর্ঘ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার

আচ্ছা!জীবনের মানে কি?
জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত-
কিসের আশায় বড় হয়ে ওঠা?
টাকার জন্যে?
হয়তো!
টাকায় তো কতো কি না হয়!
অর্থের লিপ্সা বড়ই মোহময়!
টাকা ছাড়া তো জীবনই বৃথা; অচল।
টাকা নেই তো সম্মান নেই; সুখ নেই।
তবে ভালোবাসা কি?
ভালোবাসা ছাড়াও তো মানুষ অসুখী!
ভালোবাসা ছাড়াও বেঁচে থাকা বৃথা;কঠিন!
ভালোবাসা নেই তো জীবনও অর্থহীন।
আবার শুধু ভালোবাসায়ও কিছু হয় না
আর শুধু টাকায়ও কিছু হয় না।
তবে কিসের নেশায় ছুটে চলা এই মহাকালের পথে?
আচ্ছা প্রকৃত সুখ কোনটা?
টাকার লোভ নাকি প্রিয়জনের ভালোবাসা?
হয়ত এই প্রশ্নের উত্তরের লিপ্সাই প্রকৃত সুখ!।
জীবনের আসল অর্থ?
হয়ত!
আবার হয়তো জীবনের মানে মৃত্যুর আগ মূহুুর্ত-
লড়াই করে বেঁচে থাকার নতুন স্বপ্ন।
স্বপ্ন দেখা?
হয়ত!
হয়তো বড় কিছু হবার স্বপ্ন দেখা।
স্বপ্ন,ইচ্ছে আর আশা;
তিনটি শব্দই মনের সাথে সম্পর্কিত।
অনুযোগের মিলবে না বাস্তবতা।
হয়ত মন না থাকলে এদের খুঁজেই পাওয়া যেত না!
কিংবা হয়ত এই শব্দগুলোই হতো না!
আবার জীবনে মনের মানুষও আছে;
স্বপ্নে কিংবা হৃদয়ের গোপন পাশে!
আবার মন ভাঙা গড়াও আছে;
আবেগ কিংবা অভিযোগে!
আবার মৃত্যু?
সে তো সৃষ্টিকর্তার আদেশ!
জানা নেই কখন আসবে ক্ষণ।
আজ না হয় আসেনি কাল ঠিকই আসবে!
একদিন না একদিন তো ঠিকই মরতে হবে!
মৃত্যুর মিছিলে যোগ দিতে হবে,
বেঁচে থাকার নিয়ম ত্যাগ করে-
মৃত্যুকে আলিঙ্গন করতে হবে!
বিচ্ছেদ তো জীবনেরই অংশ,
ভালোবাসা,অর্থ সম্পত্তিও!
সব শেষে বিলাসীতা ছেড়ে দিয়ে-
একদিন তো মরতেই হবে।
আসলে জীবন অপ্রাপ্তি কিছুই নয়;
টাকাকড়ি,বাড়ি-গাড়িও কিছু নয়;
ভালোবাসাই একমাত্র প্রকৃত সুখ-
যা মৃত্যুর পরও জীবন্ত থেকে যায়!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তোমাকে | কামরান চৌধুরী

তোমাকে | কামরান চৌধুরী

| কামরান চৌধুরী  তোমাকে ভীষন অপছন্দ আমার, অথচ,গেলো কয়েকটি বছর তুমি আমারই পছন্দের ছিলে! তোমাকে ভীষন ঘেন্না লাগে আমার, তুমি মিথ্যে অভিনয়ের মঞ্চ কাঁপানো প্রেমিকা! ...
ভালো আছি,ভালো নেই

ভালো আছি,ভালো নেই

অ্যারিন মুমিন এইতো  দিব্যি আছি, বুক মাঝারে সোনাইগাছি। আমি বেচারা আবেগ প্রবণ, মন্দ কথা হয় না শ্রবণ।    প্রেম,একাকিত্ব দিচ্ছে ডাক, আমি বাবুর্চি করছি পাক। ...
ক্ষতি 

ক্ষতি 

জোবায়ের রাজু  সেনাপাড়া বাজারের মোড়ে ডান হাত কাটা যে বয়স্ক মহিলাটি বসে বসে গলা ফাটানো আর্তনাদ করে ভিক্ষা করছে, তাকে দেখে আমার বুক ধক করে ...
ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না

ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না

অনঞ্জন ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না । ইচ্ছে যদি না হয়, নাই বাসলে ভালো, নাইবা কাছে এলে, তবু সেদিনের সেই মুহূর্ত জুড়ে জুড়ে বাঁচা, খাঁটি অনুভূতি। ...
শেষ চিঠি | আরিফুর রহমান রাজু   

শেষ চিঠি | আরিফুর রহমান রাজু   

|আরিফুর রহমান রাজু       জানাটা কি খুব দরকার? তবেই ভালো আছি। শেষ বেলায় মায়া বাড়িয়ে আরও সুখ অনুভব করছো কি? তবে বাড়াও। ঠিক কতটুকু ...