‘হেডফোন বিড়ম্বনা ‘

'হেডফোন বিড়ম্বনা '

আশিক মাহমুদ রিয়াদ

দুপুর বেলা খেয়ে দেয়ে একটু গা এলিয়ে দিয়েছি বিছানায়৷ চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে ঝাকানাকা একটা গান শুনছি আর মাথা ঝাকাচ্ছি সাথে আমার শরীরটাও দুলছে। আমার দাদী এসে আমার এই কর্মকান্ড দেখে ঝপাং করে বিছানার ঝাড়ু দিয়ে আমাকে মারলেন। কেন মারলেন বুঝতে পারলাম না৷ ঝাড়ুর বাড়িতে আমার গান শোনা থমকে গেলো৷ ঝাড়ু দিয়ে একটা না কয়েকটা বাড়ি দিলেন। আমি হতবম্ব চোখে দাদীর দিকে তাকাতে-ই দাদী আতংকিত গলা বললেন, “দাদু তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? ডাক্তার ডাকব?” আমি রাগন্বিত হয়ে বললাম, “ফাজলামো পেয়েছো? এতক্ষণ ঝপাং ঝপাং করে ঝাড়ুর বাড়ি দিয়ে এখন কিনা তোমার এই সহনভূতি? দাদী উলটো রাগী গলায় আমাকে ধমকালেন, ” আমি তো তোকে কারেন্টের হাত থেকে বাঁচালাম। ” আমি বললাম,”কারেন্ট? কোথায় কারেন্ট?” দাদী বললেন,” কেন ঐ যে তোর কানে। তারের মতো। আর তুই তো কারেন্টে শক খাওয়ার মতো করছিলি৷ আমার বুঝতে বাকি রইলো না৷ কেন ঝপাং ঝপাং করে ঝাড়ুর বাড়ি খেলাম। এই জন্যেই হয়ত গুরু জনরা বলেন- এইসব জিনিষ কানে লাগাইলে অকাল কান যাবে। কিন্তু আজ কান যাওয়ার বদলে আমার গেল পিঠের ছাল।



আরও পড়ুন – সেরা বাংলা হাসির গল্প সংকলন (২০২৩)

সেদিন রাস্তায় হেডফোন কানে দিয়ে গানের তালে তালে হেলতে দুলতে রাস্তা পার হওয়ার সময় কুত্থেকে এক ফটোসাংবাদিক এসে আমার ছবি তোলা শুরু করলো। ভাবলাম সেলিব্রেটি হয়ে গেছি হয়ত। আমি রাস্তার মাঝখানে সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে দাড়ালাম৷ হঠাৎ এক অটোওয়ালার গালির আওয়াজ পেলাম।, ‘অই ভাই,খাইয়া দাইয়া কাম নাই? রাস্তার মাঝখানে দাড়াইয়া আছোস ক্যান?” আমি হেডফোন কান থেকে খুলে বললাম,’কী হয়েছে? আপনি এত রেগে যাচ্ছেন কেন?’ এক কথায় দুই কথায় অটোওয়ালার সাথে তর্কাতর্কি শেষে এক পর্যায়ে হাতাহাতি হয়ে গেলো। আমার মুখ কেটে গেলো, ঠোট কেটে গেলো।



বেশকিছু দিন পরের ঘটনা। কলেজ থেকে হেডফোন কানে দিয়ে বাসায় ফিরছিলাম। বাবাকে দেখলাম লাঠি হাতে দাঁড়িয়ে আছেন।কেন তিনি এই ভর দুপুর বেলা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সেটা আমার জানার কোন আগ্রহ নেই৷ কলেজ থেকে এসেছি বলে আমি খুব ক্লান্ত৷ বাবার কাছে যেতেই তিনি লাঠি দিয়ে সজোড়ে আমাকে মারলেন৷ মাথার চুলগুলো বড় বড় ছিলো বলে তিনি চুল ধরে আমাকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারপর বললেন,’রাস্তাঘাটে মাস্তানি করো? এই দেখ তোর ছবি সহ আজকে পেপারে তোর নামে খবর বেড়িয়েছে। দেখ হারামজাদা!’
হেডফোনের এই বিড়ম্বনায় আমি নিজেই একসময় বিরক্ত হয়ে হেডফোন ব্যবহার করা বাদ দিয়ে দিলাম৷আমার গার্লফ্রেন্ড ইয়ানা হেডফোনের পাগল। তার কাছে সবরঙের হেডফোন আছে। প্রতি ছয় মাস পর পর আমার তাকে হেডফোন গিফট করতে হয়। তারকাছে গেলে আমাকে হেডফোন কানে গুজে বসে থাকতে হয়৷ আমি একদিন কড়াকড়ি ভাবে বলে দিলাম,”এরকম হেডফোন প্রেম আমার দরকার নেই।” ইয়ানা খুব রাগ করেছিলো আমার কথায় । অতঃপর আমাদের ব্রেকাপ হয়ে গেলো। আজকাল আর হেডফোন ব্যবহার করি না;একেবারেই করি না।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অচিনপুরের দেশে: পর্ব ২

অচিনপুরের দেশে: পর্ব ২

    (গৌতম সরকার)  রাত্রের দুঃস্বপ্ন কেটে অনিশ্চিতপুরে সকাল এলো নীলকণ্ঠ পাখির ডানায় ভর করে, চারদিকে আলোর রোশনায় দিনবদলের সঙ্কেত। ঝলমলিয়ে ওঠা জীবনগানে অমৃতসুধা যেন ...
কবিতা-হে রাষ্ট্র প্রধান

কবিতা-হে রাষ্ট্র প্রধান

সালেহ উদ্দিন সুমন   হে রাষ্ট্র প্রধান ঘোষনা করুন আজ থেকে মানুষে মানুষে, থাকবে না কোন ভেদাভেদ।  যেমন আপনার ঘোষনায় বন্ধ হয়ে যায় বিপনী বিতান, ...
একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি

গোবিন্দ মোদক রফিক বুকের রক্ত দিলো সালাম দিলো জান — শহীদ হলো বরকত ভাই রাখতে ভাষার মান। নিজের জীবন আহুতি দিলো অনায়াসে আব্দুল — জব্বাররা ...
সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমার নাম- কাঠবিড়ালি পরিচালক- নিয়ামুল মুক্তা শ্রেষ্ঠাংশে–অর্চিতা স্পর্শিয়া,আসাদুজ্জামান আবীর ,সাইদ জামান শাওন  ,শিল্পী সরকার অপু , একে আজাদ সেতু ,শাহরিয়ার ফেরদৌস সজীব,হিন্দোল রায়,তানজিনা রহমান তাসনিম ...
ছোটগল্প- বিশ্বাস

ছোটগল্প- বিশ্বাস

আসিফ আফনান পিয়াল “আব্বা মোগো গরু কেনবা না এবার?” ছেলে রাকিবের প্রশ্নে নিরব তরিকুল! কেননা এই প্রশ্নের উত্তর যে জানা নেই কেয়ারটেকার তরিকুলের। কিনবেই বা ...
সাপ্তাহিক স্রোত - ২০ তম সংখ্যা

সাপ্তাহিক স্রোত – ২০ তম সংখ্যা

পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে